Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে কঠোর ট্রাফিক আইন: জেল ও ১০ হাজার দিরহাম জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৫

আমিরাতে কঠোর ট্রাফিক আইন: জেল ও ১০ হাজার দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ও কঠোর ট্রাফিক আইন চালু করা হয়েছে। এই আইনের আওতায় গুরুতর ট্রাফিক অপরাধে চালকদের বিরুদ্ধে জেল এবং সর্বোচ্চ ১০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।  

গালফ নিউজের তথ্যমতে, নতুন আইন অনুযায়ী, যদি কোনো চালক ইচ্ছাকৃতভাবে অন্য গাড়িকে ধাক্কা দেয় বা রাস্তায় বিপজ্জনকভাবে গাড়ি চালায়, তাহলে তাকে জেল এবং বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এমনকি গাড়িও জব্দ করা হতে পারে।  

এই আইন বিশেষভাবে লক্ষ্য করছে এমন চালকদের, যারা রাস্তায় প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালান, হঠাৎ লেন পরিবর্তন করেন বা অন্য চালকদের ভয় দেখিয়ে ওভারটেক করেন। কর্তৃপক্ষ বলছে, এসব আচরণ শুধু বিপজ্জনক নয়, বরং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।  

নতুন আইনে আরো বলা হয়েছে, যারা জরুরি যানবাহনের (যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস) চলাচলে বাধা সৃষ্টি করবেন, তাদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।  

এছাড়া যারা ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালান, যেমন- সিগন্যাল অমান্য, অতিরিক্ত গতি, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো; তাদের বিরুদ্ধে জরিমানা ও পয়েন্ট কাটা হবে।  

সংযুক্ত আরব আমিরাতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এই আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।  

নতুন আইনের আওতায় ট্রাফিক অপরাধের জন্য গাড়ি জব্দের সময়সীমাও বাড়ানো হয়েছে। কিছু ক্ষেত্রে গাড়ি জব্দের মেয়াদ ৬০ দিন পর্যন্ত হতে পারে।  

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কঠোর আইন সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ইউএইতে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে, যার বড় অংশই ছিল বেপরোয়া গাড়ি চালনার কারণে।  

এই আইন কার্যকর হওয়ার পর চালকদের সতর্কভাবে গাড়ি চালানো এবং নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Logo