Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ অক্টোবর ২০২৫

বাহরাইন থেকে ৯৩ অবৈধ প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:২৩

বাহরাইন থেকে ৯৩ অবৈধ প্রবাসী বহিষ্কার

বাহরাইন

বাহরাইন থেকে ৯৩ অবৈধ প্রবাসী বহিষ্কার

বাহরাইনে লেবার মার্কেট অথরিটির চলমান অভিযানে গত সপ্তাহে ৯৩ জন অবৈধ প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আটক করেছে ১৮ জন অবৈধ কর্মীকে। এসব অবৈধ কর্মীকে ধরতে বাহরাইনের সব গভর্নরেটে একযোগে অভিযান চলে ১২ থেকে ১৮ অক্টোবর। তাতে দোকান, শপিং মলসহ নানা জায়গায় ১ হাজার ৬৪২টি স্পটে অভিযান চলে। তাতে দেশটিতে বসবাসের আইন লঙ্ঘনের নানা চিত্র তারা দেখতে পায়। যাদের ধরা হয়েছে বা যাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের নাম বা পরিচয়, এমনকি তারা কোন দেশের নাগরিক, সেসব প্রকাশ করেনি পুলিশ।  


সৌদি আরব

গৃহকর্মীদের নিয়োগ ফি নিয়ে সৌদির নিষেধাজ্ঞা 

সৌদি আরব গৃহকর্মী নিয়োগ ফি আদায়ে নিয়োগকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওকাজ সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, সৌদি আরব নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে নিয়োগকর্তারা গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ, ওয়ার্ক পারমিট, চাকরির স্থানান্তর বা পেশা পরিবর্তন সম্পর্কিত কোনো ফি নিতে পারবেন না।

নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং গৃহকর্মী নিয়োগের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং বারবার অপরাধ করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। 

এছাড়া নতুন বিধিমালার অধীন কর্মীদের ঐক্যবদ্ধ কর্মসংস্থান চুক্তি অনুসারে সম্পূর্ণ বেতন প্রদান করতে হবে এবং তারা সাপ্তাহিক বিশ্রামের দিন দৈনিক কমপক্ষে আট ঘণ্টা টানা বিশ্রাম এবং প্রতি দুই বছরে এক মাসের বেতনভুক্ত ছুটি পাওয়ার অধিকারী। নতুন নিয়মের ফলে গৃহকর্মীরা ভালো আচরণ এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।


কুয়েত

কুয়েতে নিরাপত্তা অভিযান জোরদার

কুয়েতে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় অভিযান জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে রেসিডেন্সি পারমিট শেষ হয়ে গেছে এমন ৯১ জন প্রবাসীকে আটক করা হয়েছে। আরব টাইমস্ এই খবর দিয়েছে। তবে তাদের নাম-পরিচয় বা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ। অভিযানে ৩৭ হাজার ২৬৩টি ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড পেয়েছে পুলিশ। ২৪ জনকে পুলিশ আটক করেছে, যাদের সাথে যথাযথ কাগজ ছিল না। এমন অভিযানে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার কারণ আছে। তারা বলছেন, অভিযানের এই সময়ে চলাচলের সময় সাথে বৈধ কাগজপত্র থাকা গুরুত্বপূর্ণ। কেননা বৈধ রেসিডেন্সি কাগজ না থাকলে পুলিশি অভিযানের মুখে পড়লে বিপদ হতে পারে প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া সব সময় ট্রাফিক আইন মানা তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে কুয়েতের ইমিগ্রেশনে ঢোকা ও বেরোনোতে জালিয়াতি করায় তিন কুয়েতিকে আটক করেছে দেশটির পুলিশ।  

Logo