মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ অক্টোবর ২০২৫
সৌদিতে ১০ শ্রমিক নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:১১
বাহরাইন
মানব পাচারের অভিযোগে ৩ এশিয়ানের বিচার শুরু
মানব পাচারের অভিযোগে ৩ এশিয়ানের বিচার শুরু হয়েছে বাহরাইনে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা এক ব্যক্তির কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাকে বেআইনি কাজ করতে বাধ্য করছিল। এতে করে আসামিরা আর্থিকভাবে লাভবান হচ্ছিল। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। তবে আসামিরা কোন দেশের নাগরিক আর ভুক্তভোগীই বা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বসহকারে তদন্তে নামে দেশটির এন্টি হিউম্যান ট্রাফিকিং ডিপার্টমেন্ট ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ। পৃথিবীর নানা দেশে মানব পাচারের শাস্তি কঠিন, বাহরাইনও তার ব্যতিক্রম নয়। ঘটনার সত্যতা পাওয়া অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে। ২ নভেম্বর এই বিচারের হেয়ারিংয়ের তারিখ ফেলেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট।
সৌদি আরব
সৌদিতে ১০ শ্রমিক নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ
শ্রম আইন লঙ্ঘনের জন্য সৌদি আরব ১০টি নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে। আর ২৭টির লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব শ্রমিক নিয়োগ অফিসের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ক্লায়েন্টদের অর্থ ফেরত দিতে দেরি করেছে, অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, নিয়োগ ও শ্রম পরিষেবা বিধিমালা মেনে চলেনি। ফলে ৩৭টি শ্রমিক নিয়োগ অফিসের বিরুদ্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পরিচালিত পরিদর্শন অভিযানের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। তবে এসব অফিস কোন কোন দেশের শ্রমিকদের নিয়োগ দিত, সে সম্পর্কে কোনো কিছু জানায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ অফিসের স্বচ্ছতা আর জবাবদিহিতার স্বার্থে এমন অভিযান চালু থাকবে।
কুয়েত
বাংলাদেশ-কুয়েত সংলাপ: জনশক্তি, প্রতিরক্ষ, অর্থনৈতিক বিষয়ে আলোচনা
প্রথমবারের মতো বাংলাদেশ-কুয়েত দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। যাতে 'কুয়েত ভিশন-২০৩৫’ এর সাথে সামঞ্জস্য রেখে জনবল সহযোগিতা সম্প্রসারণ এবং বিবেচনাধীন সমঝোতা স্মারকগুলো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে। আরব টাইমস্ও খবরটি গুরুত্ব দিয়ে ছেপেছে।
সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম ও কুয়েতের পক্ষে ছিলেন দেশটি সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামীহ ইসা জোহর হায়াত। দুই দেশ জনশক্তি, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও উন্নয়ন খাতে সহযোগিতার বিষয়ে একমত হন। কুয়েতে থাকেন সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি। ফলে এই ধরনের বৈঠক দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার সুযোগ তৈরি করে। দুই দেশ কুয়েত ফান্ডের সহায়তায় চলমান প্রকল্পে সন্তুষ্টি প্রকাশ করে এবং নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমানপথ সংযোগে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে। উভয় পক্ষ শিক্ষা ও সংস্কৃতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করে।
logo-1-1740906910.png)