Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে মতবিনিময় সভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫০

আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে মতবিনিময় সভা

বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন ও প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে গত ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। সভাপতিত্ব করেন ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলাম।

সভায় আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং ট্রাফিক আইন নিয়ে তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, “বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আমরা সব সময় পাশে থাকতে চাই এবং অপরাধ প্রতিরোধে তাদের সহযোগিতা কামনা করি।”

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “সংযুক্ত আরব আমিরাত শতভাগ আইনের দেশ, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি কার্যক্রম নজরদারিতে থাকে। তাই প্রবাসীদের উচিত আইন মেনে চলা এবং সচেতন থাকা।” তিনি আরো জানান, একই দিনে আমিরাতের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রবাসীদের সমস্যা ও উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “ভালো কাজের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। ইতিবাচক আচরণ ও সচেতনতা হবে আমাদের মূল শক্তি।”

সভায় আরো উপস্থিত ছিলেন ফুজাইরা সিআইডির সাইবার অপরাধ দমন বিভাগের সিনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি, ট্রাফিক ও লাইসেন্সিং বিভাগের প্রথম সহকারী ড. ইয়াসের রশিদ আল হেফেইতি, কমিউনিটি পুলিশের সিনিয়র কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি এবং আহমেদ নাসের আল কিন্দি।

সমাপনী বক্তব্যে ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল আমিরাত প্রশাসন ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দুই দেশের সরকারের পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে যে বার্তাগুলো এসেছে, তা আমরা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Logo