মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ অক্টোবর ২০২৫
বাহরাইনে বাড়ছে মেসেজে জালিয়াতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:২৪
বাহরাইন
বাহরাইনে বাড়ছে মেসেজে জালিয়াতি
বাহরাইনে মেসেজ জালিয়াতি বেড়ে যাওয়ায় নাগরিক ও প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটির জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সম্প্রতি মেসেজের মাধ্যমে প্রতারকরা সরকারি বা পরিচিত সংস্থার নাম ভাঙিয়ে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। আবার তারা ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্যও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব জালিয়াতি মূলত ভুয়া লিংক পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব লিংক সরকারি ওয়েবসাইটের নকল করে তৈরি করা হয়। লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর গোপন তথ্য চুরি হতে পারে বা ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য চলে যেতে পারে প্রতারকদের কাছে।
কর্তৃপক্ষ বলছে, বাহরাইনের কোনো সরকারি সংস্থা কখনোই মেসেজের মাধ্যমে ব্যক্তিগত বা ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য চাইবে না। তাই সন্দেহজনক মেসেজে ক্লিক করা বা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা জরুরি।
কুয়েত
কুয়েতে সিগন্যালে ফোন ধরলে ৭০ দিনার জরিমানা
কুয়েতে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামার সময় মোবাইল ফোন ব্যবহার করলে চালককে দিতে হবে ৭০ কুয়েতি দিনার জরিমানা। দেশটিতে নতুন ট্রাফিক আইন জারি হওয়ার পর থেকে এই নিয়ম চালু হয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সিগন্যালে থামার সময় ফোনে কল করা, মেসেজ পাঠানো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার চালকের মনোযোগ কমিয়ে দেয়। ফলে গাড়ি সঠিক সময়ে চলতে পারে না এবং ট্রাফিক ব্যাহত হয়। এছাড়া দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায়। এ জন্য জারি করা হয়েছে এই নতুন নিয়ম।
কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। ফলে এসব ট্রাফিক রুলস সম্পর্কে দেশটিতে থাকা সাড়ে তিন লাখ প্রবাসীর মধ্যে যারা গাড়ি চালান, তাদের সতর্ক থাকা জরুরি।
সৌদি আরব
আরব উপসাগরে ভূমিকম্প
আরব উপসাগরে ৪.৩ মাত্রার মাঝারি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্ক স্থানীয় এবং আঞ্চলিক কার্যকলাপ কাভার করে কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর রোববার ভোরে আরব উপসাগরে রিখটার স্কেলে ৪.৩৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পের খবর দিয়েছে।
ভূমিকম্পটি রাত ১২টা ২৭ মিনিটে আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল খাফজির প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে উপসাগরীয় জলসীমায়। এর মাঝারি তীব্রতা সত্ত্বেও নিকটবর্তী উপকূলীয় শহরগুলোর বাসিন্দারা কম্পনটি অনুভব করার কথা জানায়নি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ডেলিভারি ড্রাইভারদের বাম লেনে চলাচল নিষিদ্ধ
আরব আমিরাতের রাস্তার বাম লেনে ডেলিভারি ড্রাইভার ও মোটরসাইকেল চালকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং দুবাই পুলিশ আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ বা তার বেশি লেনবিশিষ্ট সড়কে ডেলিভারি বাইকগুলো সবশেষ বাম দিকের দুটি লেন এবং তিন বা চার লেনবিশিষ্ট সড়কে সর্ববাম লেন দিয়ে চলাচল করতে পারবে না। তবে দুই লেনবিশিষ্ট সড়কে কোনো বিধিনিষেধ নেই। এই নিয়ম ভঙ্গ করলে প্রথমবার ৫০০ দিরহাম, দ্বিতীয়বার ৭০০ দিরহাম জরিমানা এবং তৃতীয়বার লাইসেন্স স্থগিত করা হবে।
দেশটিতে থাকা স্থানীয় ও প্রবাসী ডেলিভারি ড্রাইভারদের জন্য এটি একটি সতর্কবার্তা, যা তাদের জানা ও মানা গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)