আমিরাতের রাস আল খাইমায় তরুণরা চাকরি না করে উদ্যোক্তা হতে চায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪০

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা অঞ্চলে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে ব্যবসায়িক অগ্রগতি অব্যাহত রয়েছে। ২০২৫ সালে ইতোমধ্যে ১৮০টি নতুন যুবনেতৃত্বাধীন প্রকল্প বাজারে প্রবেশ করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
সৌদ বিন সাকর ফাউন্ডেশন ফর ইয়ুথের সুপ্রিম কমিটির চেয়ারম্যান ইউসুফ মুহাম্মদ ইসমাইল জানিয়েছেন, এ পর্যন্ত ২ হাজার ৬৫০টি উদ্যোগকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ এখন পুরোপুরি কার্যকর, বাকিগুলো রয়েছে বিকাশের বিভিন্ন পর্যায়ে।
২০২৬ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্টার্টআপগুলোর সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ইসমাইল বলেন, “ছোট ব্যবসাগুলোকে স্থানীয় ক্লাস্টার বা জোট গঠন করতে হবে, যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।”
T House-এর গল্প আবদুল্লাহ আল বালুশি, T House নামক ক্যাফে ও ইভেন্ট ব্যবসার প্রতিষ্ঠাতা জানান, তিনি একটি ছোট হোম প্রজেক্ট দিয়ে শুরু করেছিলেন, যা এখন ইউএইতে একাধিক শাখায় বিস্তৃত। তিনি বলেন, “রাস আল খাইমার সহজ লাইসেন্সিং প্রক্রিয়া ও মন্ত্রণালয়গুলোর সহযোগিতা ব্যবসা বাড়াতে সহায়ক।”
তিনি আরো বলেন, “দ্রুত অনুমোদন, প্রক্রিয়ায় অগ্রাধিকার এবং সরকারি কাগজপত্রে সহায়তা; এসব সুবিধা আমাদের সময় ও খরচ বাঁচায়।” তবে তিনি সরবরাহ ব্যবস্থাপনা ও কর্মী নিয়োগে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
তরুণদের এসব উদ্যোগের ফলে তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই অঞ্চলের সহায়ক পরিবেশ, সরকারি সহায়তা এবং তরুণদের জন্য সুযোগ সৃষ্টি রাস আল খাইমাকে পরিণত করছে ইউএইর অন্যতম উদ্ভাবনী ও উদ্যোক্তাবান্ধব কেন্দ্র হিসেবে।