রিয়াদে নির্মিত হচ্ছে বিশ্বের উচ্চতম ভবন; উচ্চতা ২ কিলোমিটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৪
সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্মিত হতে যাচ্ছে ‘রাইজ টাওয়ার’ নামে এক বিশাল ভবন, যার উচ্চতা হবে ২ হাজার মিটার, যা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এই ভবনটি হবে ৬৭৮ তলা বিশিষ্ট এবং এটি রিয়াদের নতুন ‘নর্থ পোল’ জোনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে।
বিজনেস ইনসাইডার মিডলইস্টের তথ্যমতে, বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার প্লাস পার্টনার্স এই ভবনের নকশা তৈরি করেছে। ভবনটিতে থাকবে বিলাসবহুল হোটেল, অভিজাত রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র এবং চমৎকার ভিউ পয়েন্ট। পুরো নর্থ পোল জোনটি হবে ৩০০ বর্গকিলোমিটার বিস্তৃত, যেখানে থাকবে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, দ্রুতগতির মেট্রো এবং স্বয়ংক্রিয় যানবাহন, যা সৌদি আরবের আধুনিক নগর পরিকল্পনার প্রতীক হয়ে উঠবে।
এই প্রকল্পের নির্মাণ কাজের জন্য সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করেছে। ইতোমধ্যে AECOM, Bechtel Corporation এবং Mace-এর মতো বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাইজ টাওয়ার নির্মাণে ব্যয় হবে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৮.৭৫ বিলিয়ন সৌদি রিয়াল)।
ভবিষ্যতে এই টাওয়ারটি রিয়াদ শহরকে বিশ্বব্যাপী ব্যবসা, পর্যটন ও আধুনিক জীবনযাত্রার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরবে। এটি Expo 2030 এবং নিউ মুরাব্বা প্রকল্পের কাছাকাছি স্থানে নির্মিত হবে।
বিশ্লেষকরা বলছেন, রাইজ টাওয়ার হবে ২১ শতকের অন্যতম স্থাপত্য বিস্ময়। সৌদি আরব যেভাবে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, তাতে দেশটি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নগরায়নের পথপ্রদর্শক হয়ে উঠছে।
logo-1-1740906910.png)