Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের হাসপাতালের সামনে এলোমেলো পার্কিং নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৯

কুয়েতের হাসপাতালের সামনে এলোমেলো পার্কিং নিষিদ্ধ

কুয়েতের বিভিন্ন হাসপাতালের সামনে এলোমেলোভাবে গাড়ি পার্ক করার প্রবণতা বাড়ছে। এতে রোগী, চিকিৎসক ও জরুরি সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ট্রাফিক বিভাগ এই সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। যেসব গাড়ি নিয়ম না মেনে পার্ক করছে, সেগুলো সরাসরি আটক করা হচ্ছে।

কী ঘটছে হাসপাতালের সামনে:  

- অনেকেই হাসপাতালের সামনে, প্রবেশপথে বা অ্যাম্বুলেন্সের নির্ধারিত জায়গায় গাড়ি পার্ক করে রাখছেন।  

- এতে করে জরুরি রোগী পরিবহন, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং রোগীর স্বজনের যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে।  

- কিছু গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় পড়ে থাকছে, যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।

পুলিশের পদক্ষেপ  

- ট্রাফিক বিভাগ জানিয়েছে, তারা নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এলোমেলোভাবে পার্ক করা গাড়ি সরিয়ে নিচ্ছে।

- অনেক গাড়িকে জরিমানা করা হয়েছে, আবার কিছু গাড়ি সরাসরি আটক করে নিয়ে যাওয়া হয়েছে।  

- হাসপাতালের সামনে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও গাড়ি রাখলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

জনসচেতনতার আহ্বান  

- কর্তৃপক্ষ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন হাসপাতালের সামনে গাড়ি পার্ক করার সময় নিয়ম মেনে চলেন।  

- জরুরি সেবা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে বলা হয়েছে।  

- যারা নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ট্রাফিক বিভাগ।

বিকল্প ব্যবস্থা  

- কিছু হাসপাতাল পার্কিং সমস্যা সমাধানে নতুন জায়গা নির্ধারণ করছে।  

- ভবিষ্যতে ডিজিটাল পার্কিং সিস্টেম চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে গাড়ির অবস্থান ও সময় নিয়ন্ত্রণ করা যায়।

এই পদক্ষেপ কুয়েতের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরো কার্যকর ও নিরাপদ করতে সহায়তা করবে। নাগরিকদের উচিত, হাসপাতালের সামনে গাড়ি পার্ক করার সময় নিয়ম মেনে চলা, যাতে জরুরি সেবা ব্যাহত না হয় এবং সবাই নিরাপদে চিকিৎসা নিতে পারে।

Logo