Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে নতুন কৃষকদের জন্য ৯৬ মিলিয়ন ডলার বরাদ্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৮

ওমানে নতুন কৃষকদের জন্য ৯৬ মিলিয়ন ডলার বরাদ্দ

ওমান সরকার দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে স্থানীয় কৃষকদের সঙ্গে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমানো এবং তরুণদের জন্য কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি করা। 

এজিবিআই প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চুক্তিগুলো স্বাক্ষর করেছে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় (MAFWR)। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ বর্গকিলোমিটারের বেশি জমি অন্তর্ভুক্ত হয়েছে। নতুন কৃষকদের জন্য বরাদ্দ থাকবে জমি, বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, বীজ, প্রাথমিক অর্থ সহায়তা এবং পানির ও বিদ্যুতের ভর্তুকি।

মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ আল বাকরি জানান, “এই চুক্তির তিনটি মূল উদ্দেশ্য হলো খাদ্য আমদানির খরচ কমানো, বিদেশি খাদ্যের ওপর নির্ভরতা হ্রাস এবং তরুণদের জন্য কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি করা।”

২০২৫ সালের প্রথম সাত মাসে ওমানের খাদ্য আমদানি ৮ শতাংশ বেড়ে ৬.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের মোট আমদানির এক-চতুর্থাংশেরও বেশি। এই ব্যয় কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

বর্তমানে ওমানজুড়ে প্রায় ১৫০টি কৃষি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যার মোট বিনিয়োগ প্রায় ৪.২ বিলিয়ন ডলার। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় ধোফার অঞ্চলে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (JICA) সহায়তায় একাধিক উন্নতমানের খামার গড়ে তোলা হচ্ছে।

২০২০ থেকে ২০৪০ সাল পর্যন্ত সময়ের জন্য ওমান সরকার খাদ্য নিরাপত্তা খাতে ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের আওতায় থাকবে শুষ্ক জমিতে চাষাবাদ, খাদ্য মজুত গড়ে তোলা, স্থানীয় কৃষক ও জেলেদের আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি।

Logo