ওমানে সাইবার অপরাধে দোষী সাব্যস্ত ২০ জন নেপালি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ১১ জন ইতোমধ্যে নেপালে ফিরে গেছেন, সাতজন আগামী ২০ অক্টোবর ফিরবেন এবং বাকি ২ জন এখনো ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এই ২০ জনকে ওমানের সোহার শহর থেকে গত ১০ মার্চ গ্রেপ্তার করে রয়্যাল ওমান পুলিশ। তদন্তে জানা যায়, তারা ভুয়া ওয়েবসাইট, মেসেজিং অ্যাপ ও ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরি, অনলাইন বিনিয়োগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রতারণা করতেন। মূলত তারা উপসাগরীয় অঞ্চলের নেপালি ও অন্যান্য এশীয় নাগরিকদের লক্ষ্য করে এই প্রতারণা চালাতেন।
আদালত তাদের বেশির ভাগকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০০ ওমানি রিয়াল জরিমানা করেন। দুজনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৬০০ রিয়াল।
তদন্তে আরো উঠে আসে, তারা ভিসা নিয়ে ওমানে প্রবেশের পর পাসপোর্ট জমা দিতে বাধ্য হন এবং পরে একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার প্রশিক্ষণ পান। তাদের অনলাইন কাস্টমার সার্ভিস বা বিনিয়োগ পরামর্শদাতা সেজে প্রতারণা করতে বলা হয়।
নেপালের মাসকাট দূতাবাস ও ওমানে অবস্থিত নন-রেসিডেন্ট নেপালি সোশ্যাল ক্লাবের সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্লাবের সভাপতি সুরেশ খড়কা জানান, নিখোঁজ সদস্যদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। পরে জানা যায়, তারা সবাই সোহার শহরের একটি কারাগারে বন্দি ছিলেন।
এই ঘটনায় মোট ২৫৭ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ২০ জন ছিলেন নেপালি। ক্লাবের কেন্দ্রীয় সদস্য দিবান খড়কা জানান, তিনি দূতাবাস, পরিবার ও বন্দিদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সহযোগিতা করেছেন।
logo-1-1740906910.png)