Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ অক্টোবর ২০২৫

সৌদিতে এক প্রকল্পে চাকরি হবে ৩ লাখ মানুষের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৬:১১

সৌদিতে এক প্রকল্পে চাকরি হবে ৩ লাখ মানুষের

বাহরাইন 

চুরির দায়ে এক এশিয়ান আটক

বাহরাইনে একাধিক দোকান থেকে চুরি করার অভিযোগে ৩৮ বছর বয়সী এক এশিয়ান নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কয়েকটি দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরি করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি করা সামগ্রীর মোট মূল্য প্রায় ১০ হাজার বাহরাইনি দিনার। 

ঘটনার খবর প্রকাশের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তি কোন দেশের নাগরিক, তা প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সব প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে দ্রুত আদালতে হাজির করা হবে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে তারা ক্রমাগত নজরদারি ও অভিযান চালাচ্ছেন।

পুলিশ আরো জানিয়েছে, তারা ভবিষ্যতে এমন ধরনের অপরাধ কমাতে আরো কঠোর অভিযান চালাবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।


কুয়েত

কুয়েতের শপিং মলে মারপিট, ২০ প্রবাসী বহিষ্কার

কুয়েতের বিভিন্ন শপিং মলে সম্প্রতি মারপিটের ঘটনায় মোট ২০ জন প্রবাসীকে গ্রেফতার করে দেশ থেকে বহিস্কার করা হয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে। 
খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক, যারা শপিং মলে অসভ্য আচরণ, ধূমপান ও মারামারির সঙ্গে যুক্ত ছিল।
শপিং মলগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে কুয়েতের পরিবেশ পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। শুধু মারামারি নয়, জনসাধারণের শান্তি ভঙ্গ এবং শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় ধূমপান ও অন্যান্য অসভ্য আচরণের সঙ্গে যুক্ত চারজনকেও আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
কুয়েতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও শপিং মল ও জনসমাগমস্থলে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মারামারির ভিডিও এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতেও অভিযানে অংশ নেওয়া হয়েছে। কুয়েত সরকার বলেছে, জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো আপস হবে না এবং এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সৌদি আরব 
সৌদিতে এক প্রকল্পে চাকরি হবে ৩ লাখ মানুষের
সৌদি আরবে একটি বিশাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ লাখ মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। গালফ নিউজ এ খবর দিয়েছে। 
খবরে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠানে জানান, মক্কার গ্র্যান্ড মসজিদের পাশে স্থাপিত কিং সালমান গেট প্রকল্পটি ১২ মিলিয়ন বর্গমিটার আয়তনের একটি বহুমুখী নগরায়ণ প্রকল্প, যা মক্কার পরিকাঠামোকে আধুনিক ও টেকসইভাবে পুনর্গঠন করবে। প্রকল্পের আওতায় মুসল্লিদের সুবিধার্থে নতুন নামাজের স্থান নির্মাণের পাশাপাশি আবাসিক ভবন, সাংস্কৃতিক কেন্দ্র, আধুনিক সেবা ও কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হবে।
এই প্রকল্পটি সৌদি আরবের ভিশন ২০৩০ এর মূল লক্ষ্যগুলোর একটি, যা দেশের অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার পাশাপাশি পর্যটন খাতকে শক্তিশালী করবে। নতুন উদ্যোগের ফলে সরাসরি ও পরোক্ষভাবে ৩ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সহায়তা প্রদান করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বৃহৎ প্রকল্প স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সৌদিতে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটির বাস্তবায়নের ফলে মক্কা শহর যেমন আরো আধুনিক, সুবিধাসম্পন্ন ও পর্যটকবান্ধব হয়ে উঠবে, তেমনই বাংলাদেশি প্রবাসীদের জন্য বাড়বে কাজের সুযোগ।

সংযুক্ত আরব আমিরাত
ট্রাফিক আইন ভঙ্গকারীদের ধরতে এআইয়ের ব্যবহার শুরু দুবাইতে
দুবাই পুলিশ সম্প্রতি ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত ও জরিমানা করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 
খবরে বলা হয়েছে, নতুন এ সিস্টেমটি রাস্তার ওপর স্থাপিত ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে গাড়ি চালকদের গতিবিধি, লেইন পরিবর্তন, স্পিড সীমা অতিক্রম এবং অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে।
দুবাই পুলিশ জানিয়েছে, এআই প্রযুক্তির মাধ্যমে লাইভ ট্রাফিক পর্যবেক্ষণ ও অপরাধ শনাক্ত করা হবে, যা পুলিশের কাজকে আরো দ্রুত এবং কার্যকর করবে। এ উদ্যোগের মাধ্যমে শুধু ট্রাফিক আইন লঙ্ঘন রোধ হবে না, বরং সড়ক দুর্ঘটনার সম্ভাবনা কমানোও সম্ভব হবে।
নতুন সিস্টেম চালু হওয়ায় পুলিশ আরো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে পারবে। পাশাপাশি নাগরিকদের সতর্ক করার জন্য অ্যালার্ট ও নোটিফিকেশনও পাঠানো হবে, যাতে গাড়ি চালকরা নিজেদের আচরণ উন্নত করতে পারেন। দুবাই পুলিশের মতে, এআই ব্যবহার সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে এটি পুরো শহরে ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

Logo