মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ অক্টোবর ২০২৫
দুবাইয়ে স্বর্ণের দাম আরো বেড়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২২:০৪

বাহরাইন
ফেক ট্রাফিক মেসেজ নিয়ে সতর্ক করল বাহরাইনের ট্রাফিক বিভাগ
ভুয়া ট্রাফিক জরিমানার মেসেজ ও ভুয়া পেমেন্ট লিংক নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাহরাইনের ট্রাফিক বিভাগ। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা নাগরিক ও বাসিন্দাদের মোবাইলে এমন মেসেজ পাঠাচ্ছে, যেখানে বলা হচ্ছে, তাদের নামে ট্রাফিক আইন ভঙ্গের মামলা রয়েছে এবং নির্দিষ্ট লিংকে গিয়ে জরিমানা পরিশোধ করতে হবে। কিন্তু এসব লিংক আসলে ভুয়া। এসব লিংক ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাফিক আইন-সংক্রান্ত তথ্য যাচাই বা জরিমানা পরিশোধের জন্য কেবল সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত অ্যাপ ব্যবহার করতে হবে। কেউ যদি এমন ভুয়া মেসেজ পান, তাহলে তাৎক্ষণিক ঘটনাটি রিপোর্ট করা এবং প্রেরককে ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েত
মদ রাখার দায়ে এক প্রবাসী আটক
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ মদ রাখার দায়ে এক প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। অভিযানে তার কাছ থেকে ৯৭ ব্যারেল এবং ৪৫০ বোতল মদ জব্দ করা হয়, যা স্থানীয়ভাবে উৎপাদিত ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাহাহিল ডিটেকটিভ ইউনিট ও আহমাদি মিউনিসিপ্যালিটি যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। তল্লাশির সময় কর্মকর্তারা একটি ঘরে বিপুল পরিমাণ অ্যালকোহল, বোতলজাত করার সরঞ্জাম এবং কাঁচামাল উদ্ধার করেন। অভিযুক্ত প্রবাসীকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এটি একটি সংগঠিত চক্রের অংশ হতে পারে, যারা রাজধানীর বাইরে নির্জন এলাকায় মদ উৎপাদন ও বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিল। আটক প্রবাসী কোন দেশের বা তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে স্বর্ণের দাম আরো বেড়েছে
দুবাইয়ের স্বর্ণবাজারে আবারো দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৫১০ দিরহাম, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২৫ দিরহাম বেশি। পাশাপাশি ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও বেড়েছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বাজার বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে কয়েকটি বৈশ্বিক কারণ। সম্প্রতি মার্কিন ডলারের মান কিছুটা দুর্বল হয়েছে, ফলে বিনিয়োগকারীরা বিকল্প নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ের প্রবণতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমে যাওয়ার প্রত্যাশা, সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, যদি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে আগামী সপ্তাহগুলোতেও স্বর্ণের দাম আরো বাড়তে পারে। তবে কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, দামের এই ঊর্ধ্বগতি সাময়িকও হতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে সামান্য পরিবর্তনেই স্বর্ণের দাম ওঠানামা করে।