Logo
×

Follow Us

বাংলাদেশ

বাহরাইনে বাংলাদেশ স্কুলে এইচএসসি পরীক্ষার ভালো ফলাফল

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

বাহরাইনে বাংলাদেশ স্কুলে এইচএসসি পরীক্ষার ভালো ফলাফল

বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের দ্বীপদেশ বাহরাইনের রাজধানী মানামার বাংলাদেশ স্কুলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় আনন্দে ভাসছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

মোট পরীক্ষার্থী ছিলেন ৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৯ জন এবং পাস করেছেন ৩৮ শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৯৭.৪৪ শতাংশ। বিজ্ঞান শাখা থেকে ৩ জন ও ব্যবসা শিক্ষা শাখা থেকে ১ জনসহ মোট ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

বিজ্ঞান বিভাগ থেকে একজন অকৃতকার্য হয়েছেন। আর ব্যবসা শিক্ষা শাখার ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

স্কুলের উপাধ্যক্ষ শাহিদা বেগম জানান, “শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে গর্বিত, আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তাছাড়া আমাদের স্কুলে শতভাগ পাস ছিল সব সময়।”

অভিভাবকরাও ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অধীনে সন্তানদের এমন অর্জনে তারা গর্বিত।

বাংলাদেশ দূতাবাস বাহরাইনের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি পরীক্ষার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রবাসে থেকেও আমাদের শিক্ষার্থীরা যে নিয়মিত ভালো ফল করছে, তার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন।”

উল্লেখ্য, মানামার বাংলাদেশ স্কুলটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সাল থেকে এখানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে।

চলতি বছরের এই সাফল্য বাহরাইনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক আনন্দের বার্তা বয়ে এনেছে।

Logo