Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ অক্টোবর ২০২৫

বাহরাইনে মাদক রাখার দায়ে ১০ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

বাহরাইনে মাদক রাখার দায়ে ১০ জন আটক

বাহরাইন

বাহরাইনে মাদক রাখার দায়ে ১০ জন আটক

বাহরাইনের পুলিশ ১২ কেজি মাদকসহ ১০ জনকে আটক করেছে। আটককৃতদের বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে এবং তারা বিভিন্ন দেশের নাগরিক। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৬ হাজার বাহরাইনি দিনার। গ্রেফতারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক বলা হলেও তারা কোন দেশের বা নাম-পরিচয় খোলাসা করেনি। বাহরাইনে মাদক চোরাকারবারির শাস্তি খুবই কঠিন। গুরুতর অপরাধ বা বড় চালানের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। প্রবাসীরা মাদক চোরাচালানে জড়িত হলে সাজা, ভিসা বাতিল এবং ডিপোর্টেশন করা হয়। বাহরাইনের পুলিশ জানিয়েছে, অভিযান শুরু হয় গোয়েন্দা তথ্য পাওয়ার পর। লাগাতার অনুসন্ধান, তল্লাশি এবং তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং মামলাগুলো বর্তমানে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।


কুয়েত

মদের ফ্যাক্টরি থেকে ছয় এশিয়ান গ্রেফতার

গহিন মরুভূমিতে মদের ফ্যাক্টরি খুলে বসেছিলেন ছয় এশিয়ান। তারপরও শেষ রক্ষা হয়নি। কুয়েতের উত্তরাঞ্চলীয় আবদালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। আরব টাইমস এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, নির্জন মরুভূমির গভীরে গড়ে তোলা ওই কারখানায় আধুনিক সরঞ্জাম, বড় বড় ব্যারেল, রাসায়নিক পদার্থ, ডিস্টিল মেশিন ও শত শত লিটার তৈরি মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন ও সরবরাহ করা হচ্ছিল স্থানীয় বিভিন্ন অঞ্চলে। 

কুয়েত পুলিশের এক মুখপাত্র জানান, ছয়জন এশিয়ান নাগরিককে হাতেনাতে আটক করা হয়। পুলিশ তাদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে এসব মদ তৈরি করছিল। কুয়েতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে সম্প্রতি অবৈধ মদ ব্যবসা রোধে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। এর আগে আগস্ট মাসেও একাধিক স্থানে অভিযান চালিয়ে অন্তত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। 


সংযুক্ত আরব আমিরাত

বৃষ্টির নামাজের ডাক আমিরাত প্রেসিডেন্টের

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের মুসলমানদের আগামী শুক্রবার বিশেষ বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। এই নামাজের মাধ্যমে দেশের মানুষ আল্লাহর কাছে দেশের জন্য বর্ষা, কল্যাণ এবং রহমতের প্রার্থনা করবেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, নামাজটি দেশের প্রতিটি মসজিদে শুক্রবারের মূল নামাজের প্রায় আধ ঘণ্টা আগেই যেন অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্টের এই আহ্বান ইসলামিক ঐতিহ্য এবং নবীর সুন্নাহর সঙ্গে সংগতিপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় প্রচেষ্টা নয়, বরং সমাজে ঐক্য ও মানসিক শক্তি বৃদ্ধি করার একটি সুযোগ। এটি দেশের নাগরিকদের মধ্যে এক ধরনের সামাজিক সংহতি ও আত্মবিশ্বাসের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই পদক্ষেপের মাধ্যমে আমিরাতের প্রেসিডেন্ট ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করে দেশবাসীর মধ্যে নৈতিক ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন। 


ওমান 

সমুদ্রপথে ওমানে ঢোকার চেষ্টা, আট এশিয়ান আটক

ওমানের কাসাব উপকূলে সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে ঢোকার সময় আট এশিয়ানকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। গালফ নিউজ এ খবর দিয়েছে

খবরে বলা হয়েছে, রয়াল ওমান পুলিশ জানিয়েছে, মুসানদাম গভর্নরেটের কাসাব উপকূলে একটি নৌকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দেশটিতে ঢোকার জন্য বৈধ কাগজপত্র ছাড়াই সমুদ্রপথ ব্যবহার করছিলেন। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। ওমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড রোধে তদন্ত শুরু করা হয়েছে। 


সৌদি আরব

কোমল পানীয়তে নতুন ট্যাক্স ধার্য করল সৌদি আরব

সৌদি আরব ২০২৬ সালের জানুয়ারি থেকে কোমল ও মিষ্টি পানীয়ের উপর নতুন কর ধার্য করতে যাচ্ছে। নতুন ট্যাক্স সিস্টেমে পানীয়ের প্রতি ১০০ মিলিলিটারে থাকা চিনি বা কৃত্রিম মিষ্টির পরিমাণের উপর ভিত্তি করে এই ট্যাক্স নির্ধারণ করা হবে। গালফ নিউজ এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, কোমল ও মিষ্টি পানীয়ের উপর বর্তমানে ৫০% ট্যাক্স ধার্য আছে। ইতোমধ্যে সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটি নতুন ট্যাক্স প্রস্তাব অনুমোদন করেছে এবং জনগণের মতামতের জন্য ২৩ অক্টোবর পর্যন্ত খোলা রাখা হয়েছে। নতুন নীতিমালা সব ধরনের পানীয়কে কাভার করবে, যেমন- রেডি-টু-ড্রিং, কনসেনট্রেট, পাউডার, জেলসহ যেগুলোতে চিনি বা কৃত্রিম মিষ্টি রয়েছে। 



Logo