বাহরাইনে প্রাইভেট স্কুলে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯
বাহরাইন সরকার প্রাইভেট স্কুলে স্থানীয় নাগরিকদের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে আরবি ভাষা, ইসলাম শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে বাহরাইনি শিক্ষকদের নিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজ অব বাহরাইনের মতে, সরকার জানিয়েছে, প্রাইভেট স্কুলগুলো যদি নির্ধারিত ‘বাহরাইনাইজেশন’ কোটা পূরণে ব্যর্থ হয়, তাহলে প্রতিটি বিদেশি কর্মীর পারমিটের জন্য অতিরিক্ত ৫০০ বাহরাইনি দিনার ফি দিতে হবে। এই সিদ্ধান্তের লক্ষ্য আরবি ভাষা, ইসলাম শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে স্থানীয় বাহরাইনি শিক্ষকদের নিয়োগে উৎসাহ দেওয়া।
সরকার জানিয়েছে, বিদেশি শ্রমিকদের পারমিট ফি থেকে আদায়কৃত অর্থের ৮০% ‘তামকিন লেবার ফান্ড’-এর মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যয় করা হয়। এর মাধ্যমে প্রাইভেট সেক্টরে বাহরাইনিদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করা হচ্ছে।
সংসদে দেওয়া এক উত্তরে সরকার জানায়, প্রাইভেট স্কুলগুলোকে প্রশিক্ষিত ও যোগ্য বাহরাইনি শিক্ষকদের তালিকা সরবরাহ করা হচ্ছে এবং তাদের নিয়োগে অগ্রাধিকার দিতে উৎসাহিত করা হচ্ছে। বাহরাইন টিচার্স কলেজের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মাধ্যমে ২০২৪ সালে ৬০০-এর বেশি বাহরাইনি শিক্ষক নিয়োগ পেয়েছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এই নীতির মাধ্যমে শিক্ষা খাতকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। এতে নিয়োগকারীরা বাহরাইনিদের নিয়োগে আগ্রহী হবেন এবং স্থানীয় দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।
সরকার আরো জানিয়েছে, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ পথ ও সনদপ্রাপ্তির সুযোগ বাড়ানো হচ্ছে।
বাহরাইনাইজেশন কোটা শুধু শিক্ষা নয়, অন্যান্য খাতেও প্রযোজ্য। এটি নির্ধারিত হয় বাহরাইনিদের আগ্রহ ও প্রাপ্যতা অনুযায়ী। কোনো প্রতিষ্ঠান যদি নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয়, তাহলে প্রতিটি বিদেশি কর্মীর জন্য অতিরিক্ত ফি দিতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে বাহরাইন সরকার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় একটি সুসংগঠিত ও টেকসই পথ তৈরি করছে। প্রাইভেট স্কুলে বাহরাইনি শিক্ষকদের নিয়োগ শুধু কর্মসংস্থান নয়, বরং জাতীয় পরিচয় ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)