মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ অক্টোবর ২০২৫
বাহরাইনের যত্রতত্র রাস্তা পারাপারে জরিমানা আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:০৬
বাহরাইন
বাহরাইনের যত্রতত্র রাস্তা পারাপারে জরিমানা আসছে
নিয়ম না মেনে যত্রতত্র রাস্তা পারাপার হলে বা ট্রাফিক সিগন্যাল অমান্য করলে পথচারীদের জরিমানার বিধান রেখে আইন করতে যাচ্ছে বাহরাইন। গালফ ডেইলি নিউজ এই খবর দিয়েছে। দেশটির সংসদে এ নিয়ে প্রস্তাব উঠেছে। তাতে বাহরাইনের সংসদের স্ট্র্যাটেজিক থিংকিং ব্লকের নেতারা বলছেন, ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হওয়া শুধু নিজের জীবনের ঝুঁকিই বাড়ায় না, বরং অপ্রয়োজনীয় দুর্ঘটনারও কারণ হয়। তাই আইনটি কেবল কাউকে শাস্তি দেওয়াই নয়, পথচারীদের জীবনও বাঁচাবে। পথচারীদের সচেতন করা ও সড়কে মানুষের নিরাপত্তা বাড়ানো আইনটির অন্যতম লক্ষ্য হবে। যদি আইনটি কার্যকর হয়, তাহলে বাহরাইন যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর তালিকায়, যেখানে ট্রাফিক সিগন্যাল ভেঙে রাস্তা পার হওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। অনুমোদন পেলে ২০২৬ সালেই আইনটি কার্যকর হতে পারে।
ওমান
ওমানে অনিরাপদ যানবাহন বন্ধে অভিযান
ওমানের আল-উস্তা গভর্নরেটে অনিরাপদ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ বিভাগ। টাইমস অব ওমান এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, যেসব গাড়ি অনুমোদন ছাড়াই যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে বা যাত্রীবাহী পরিবহনের মানদণ্ড পূরণ করছে না, সেগুলো আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের নিরাপত্তা রক্ষায় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি আল-উস্তা গভর্নরেটের দুকুম এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন ও রাউজানের বাসিন্দা। সেই ঘটনার পর থেকেই পুলিশ বিশেষ নজরদারি জোরদার করেছে, যেন অনিরাপদ যানবাহনের কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।
কুয়েত
কুয়েতে চলছে ব্যাপক নিরাপত্তা অভিযান
কুয়েতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা জোরদারে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা অভিযান। সম্প্রতি আল-খাইরান এলাকায় পরিচালিত এই অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে মাদক, চুরি হওয়া যানবাহন ও একাধিক রেসিডেন্সি আইনের লঙ্ঘনকারী। আরব টাইমস এ খবর দিয়েছে। অভিযানে ১২টি ওয়ারেন্টভুক্ত গাড়ি, একটি চুরি হওয়া মোটরসাইকেল এবং মাদকসংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়া ৬ জন, কর্মস্থল ছেড়ে পলাতক ৯ জন, পরিচয়পত্রবিহীন ৭ জন ও অন্যান্য অপরাধে আরো কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।এ সময় ট্রাফিক আইন ভঙ্গের ৩৪৯টি ঘটনাও শনাক্ত করা হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান দেশজুড়ে অব্যাহত থাকবে। ফলে এ নিয়ে কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার কথা বলছেন প্রবাসীরা।
সৌদি আরব
সৌদিতে ৩১,৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে
সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে ৩১ হাজার ৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ ও ১ হাজার ৫০৪ জন মহিলা। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সম্প্রতি পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই অভিবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। শুধু গত সপ্তাহেই ২১ হাজার ৪০৩ জন প্রবাসীকে আটক করা হয় এবং ১১ হাজার ৮৪৯ জনকে ইতোমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। আর ৩১ হাজার ৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতদের ৯৯ শতাংশ ইয়েমেনি ও ইথিওপিয়ান আর ১ শতাংশ অন্যান্য দেশের বলে খবরে বলা হয়েছে।
logo-1-1740906910.png)