Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বাবা-মাকে ভিসায় আনার নতুন নিয়ম ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৮

কুয়েতে বাবা-মাকে ভিসায় আনার নতুন নিয়ম ঘোষণা

কুয়েতে কর্মরত প্রবাসীদের জন্য সুখবর। এখন থেকে বিধবা বা বৃদ্ধ বাবা-মাকে নির্ভরশীল (ডিপেনডেন্ট) ভিসায় আনার নিয়ম আরো সহজ ও স্পষ্ট করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (PACAI) যৌথভাবে এই নিয়ম জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসী কুয়েতে বৈধভাবে কাজ করছেন এবং যাদের মাসিক আয় নির্ধারিত সীমার বেশি, তারা তাদের বিধবা মা বা ৬৫ বছরের বেশি বয়সী বাবা-মাকে ডিপেনডেন্ট ভিসায় আনতে পারবেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র ও শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:

- আবেদনকারীর সিভিল আইডি ও পাসপোর্ট

- বাবা-মায়ের পাসপোর্ট ও ছবি

- মৃত্যুর সনদ (যদি মা বিধবা হন)

- বয়স প্রমাণের দলিল

- কুয়েতে বাড়ি ভাড়ার চুক্তিপত্র

- চাকরির তথ্য ও বেতন সনদ

- স্বাস্থ্য বীমা ও মেডিকেল রিপোর্ট

আবেদনকারীর মাসিক আয় সাধারণত ৫০০ কুয়েতি দিনারের বেশি হতে হবে। বাড়ি ভাড়া যথাযথভাবে নিবন্ধিত থাকতে হবে এবং বাবা-মা কুয়েতে এসে কোনো ধরনের কাজ করতে পারবেন না। ভিসা নবায়নের সময় নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে।

প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়ে অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে ভিসা ইস্যু করা হবে এবং বাবা-মাকে কুয়েতে আনার ব্যবস্থা করা যাবে।

PACAI জানিয়েছে, এই নিয়মের মাধ্যমে প্রবাসীদের পরিবারভিত্তিক জীবনযাত্রা সহজ হবে এবং অবৈধ আবাসন রোধ করা যাবে। অতীতে অনেক প্রবাসী একাধিক ব্যক্তিকে একটি ঠিকানা দেখিয়ে সিভিল আইডি নবায়ন করতেন, যা জনসংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করত।

কুয়েত সরকার অবৈধভাবে বসবাস বা ভুয়া তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই সব তথ্য সঠিকভাবে দিতে হবে এবং নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভিসা পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়ম অনুসরণ করে কুয়েতে কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের বৃদ্ধ বা বিধবা বাবা-মাকে সঙ্গে রাখতে পারবেন এবং তাদের দেখভাল করতে পারবেন। এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং পারিবারিক বন্ধন রক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo