কুয়েতে প্রবাসী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল সিলেটের ক্লাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। টুর্নামেন্টের ফাইনালে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব, কুয়েত ২-০ ব্যবধানে দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে।
১০ অক্টোবর দেশটির মুসরেফ ফুটবল মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই ফুটবল উৎসবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জাহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় জাসিম আল-হারবান। তিনি বলেন, “ফুটবল এমন একটি আন্তর্জাতিক খেলা, যা ভিন্ন ভিন্ন দেশের মানুষকে একত্র করে। প্রবাসে কঠোর পরিশ্রমের পাশাপাশি খেলাধুলার প্রতি আপনাদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে এবং প্রবাস জীবনে ইতিবাচক শক্তি জোগায়।”
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক-মানসিক সুস্থতা বাড়ানো। খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা তাদের দলীয় সংহতি, কৌশল ও দৃঢ় মনোবলের মাধ্যমে ফাইনালে জয় ছিনিয়ে নেয়। দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাবও দুর্দান্ত খেলেছে, তবে সিলেটের আক্রমণাত্মক খেলার কাছে হার মানতে হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর
logo-1-1740906910.png)