মক্কা ও মদিনায় এক সপ্তাহে ১ কোটি ৩০ লাখ মুসল্লির উপস্থিতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৪
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এক সপ্তাহে ১ কোটি ৩০ লাখের বেশি মুসল্লি ও জিয়ারতকারী উপস্থিত হয়েছেন। ১৪৪৭ হিজরির রবিউস সানি মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই সময়টিতে সৌদি কর্তৃপক্ষ উন্নত সেন্সর প্রযুক্তির মাধ্যমে মুসল্লিদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
সৌদি জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, এই সাত দিনে মোট ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৭১ জন মুসল্লি মক্কা ও মদিনায় ইবাদত ও জিয়ারতে অংশ নিয়েছেন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন প্রায় ৪২ লাখ মুসল্লি এবং পবিত্র হাতিম এলাকায় নামাজ পড়েছেন ২২ হাজার ৭৮৬ জন। একই সময়ে ওমরাহ আদায় করেছেন ২৮ লাখ ৮৭ হাজার ৫১৬ জন, যা হজ মৌসুমের বাইরেও ধারাবাহিক ধর্মীয় কর্মতৎপরতার প্রতিফলন।
মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫০ লাখ ৮৮ হাজার ১৭৯ জন। এর মধ্যে ৩ লাখ ৫৫ হাজার মুসল্লি রওজা শরিফে জিয়ারত করেছেন এবং ৪ লাখ ৭৮ হাজার মুসল্লি নবী করিম (সা.)-এর রওজা মোবারকে সালাম জানিয়েছেন।
সৌদি প্রশাসন জানিয়েছে, উন্নত সেন্সর ও রাডার প্রযুক্তির মাধ্যমে মসজিদের মূল প্রবেশপথে আগতদের সংখ্যা নির্ভুলভাবে গণনা করা হচ্ছে। এই প্রযুক্তি রিয়েল-টাইমে ভিড়ের ঘনত্ব ও মানুষের চলাচলের গতিপ্রবাহ বিশ্লেষণ করে, যার ফলে নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রশাসনিক সেবা আরো দ্রুত ও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
এই ব্যবস্থা সৌদি সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দুই পবিত্র মসজিদে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে ইবাদতকারীদের অভিজ্ঞতা আরো সহজ, নিরাপদ ও আরামদায়ক করে তোলা।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট
logo-1-1740906910.png)