Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ অক্টোবর ২০২৫

সৌদি আরবে মসজিদ ও স্কুলের পাশে তামাক বিক্রিতে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৭

সৌদি আরবে মসজিদ ও স্কুলের পাশে তামাক বিক্রিতে নিষেধাজ্ঞা

সৌদি আরব

সৌদিতে মসজিদ ও স্কুলের পাশে তামাক বিক্রিতে নিষেধাজ্ঞা

সৌদি আরব সরকার দেশটির মসজিদ ও স্কুলের ৫০০ মিটারের মধ্যে তামাক বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এই নির্ধারিত দূরত্বের মধ্যে কোনো তামাকের দোকান রাখা যাবে না। নতুন নির্দেশনায় তামাক পণ্যের বিক্রি, লাইসেন্সিং, প্যাকেজিং ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে তামাক সেবনের হার কমানো এবং তামাকপণ্যের প্রতি আগ্রহ কমানো এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। সরকারের লক্ষ্য স্কুল ও মসজিদের আশপাশে এমন কোনো পরিবেশ তৈরি না করা, যা তরুণদের তামাকের দিকে আকৃষ্ট করতে পারে।

স্থানীয় পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা এসব নতুন নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করে। যারা এই নির্দেশনা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ কঠোর ব্যবস্থা। সৌদিতে আছেন ৩০ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের এসব নিয়ে জানা ও মেনে চলা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। 


বাহরাইন

বাহরাইনের শ্রম ও আইনমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনের শ্রম ও আইনবিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য দেখা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দেশটির শ্রম ও আইনবিষয়ক মন্ত্রী ইউসূফ বিন আবদুল হুসাইন খালাফের সাথে রাষ্ট্রদূতের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কেননা, গেল ৭ অক্টোবর বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠকের পরদিনই ঘটল রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার সাথে এই বৈঠক। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। গত ৮ অক্টোবর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, বাহরাইনে ফ্যামিলি ভিসা খোলা ও শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে দেশটির মন্ত্রীদের সাথে আলোচনা সফল হয়েছে। সেই বক্তব্যের একদিন পরেই শ্রম ও আইনবিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে।  


কুয়েত

পরিবেশ দূষণ করলে বিদেশিরা হবেন ডিপোর্ট

কুয়েতে পরিবেশ দূষণ করলে এখন থেকে নাগরিকদের ক্ষেত্রে শাস্তি হবে জেল বা জরিমানা, আর বিদেশিদের ক্ষেত্রে করা হবে ডিপোর্টেশন। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় কুয়েতের পুলিশ ইতোমধ্যেই মাঠ পর্যায়ে অভিযান শুরু করেছে। পর্যটন এলাকা, বিনোদন কেন্দ্র ও মরুভূমি অঞ্চলে বিশেষ টিম ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। তারা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা, আগুন জ্বালানো বা পরিবেশ দূষণ করতে পারে এ রকম যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য শুধু অপরাধ দমন নয়, বরং জনসাধারণের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে পুলিশ ২ হাজার ১৫১টি পরিবেশ আইন লঙ্ঘনের রেকর্ড করেছে। তাই পরিবেশ দূষণ করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেখানো হবে না কোনো সহনশীলতাও। পরিচ্ছন্নতা বিষয়ে দেশটির এই উদ্যোগ সম্পর্কে বাংলাদেশিদের জানা ও মানা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা 


সংযুক্ত আরব আমিরাত

ফোন চুরির দায়ে এক এশিয়ান বহিষ্কার

দুবাইয়ে এক এশিয়ান নাগরিককে ফোন চুরির দায়ে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে এবং আদালত কারাদণ্ড শেষে তাকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অভিযুক্ত এশিয়ান নাগরিক প্রথমবারের মতো একটি ইলেকট্রনিক্স দোকান থেকে মোবাইল ফোন চুরি করেছিল। তার এক মাস পর একই দোকানে আবার চুরির চেষ্টা করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশে দেন। এই এশিয়ান নাগরিক কোন দেশের বাসিন্দা তা প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রথম চুরির কথা স্বীকার করেছে। আর চুরি করা ফোনটি রাস্তার কোনো এক অপরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, যার পরিচয় জানা যায়নি। আদালত এই অপরাধের তথ্য, প্রমাণ ও ভয়াবহতা বিবেচনা করে জেল-জরিমানাসহ দুবাই থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। 

বিষয়টি প্রবাসীদের জন্য সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে, যাতে কেউ চুরি কিংবা অন্য কোনো অপরাধে লিপ্ত না হয়। 


ওমান

দুর্ঘটনার ছবি প্রকাশের কারণে বাংলাদেশি গ্রেফতার

ওমানে দুর্ঘটনায় নিহতদের ভিডিও ধারণের অভিযোগে একজন এশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। টাইমস অব ওমান এ খবর দিয়েছে। ভিডিও থেকে দেখা যায়, ধারণকারী ব্যক্তি বাংলায় কথা বলছেন। তাতে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি হওয়ার সম্ভাবনা। যদিও টাইমস অব ওমান এশিয়ান নাগরিকটি কোন দেশের বা তার নাম প্রকাশ করেনি। ওমানের আল ওস্তা গভর্নরেটে ৯ অক্টোবর ওই দুর্ঘটনায় ৮ প্রবাসী বাংলাদেশি মারা যান, যেখানে সন্দ্বীপের ছিলেন সাতজন। খবরে বলা হয়েছে, আল ওস্তা গভর্নরেটের পুলিশ কমান্ড জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ওমানে নিহতদের সম্মানহানি ও পরিবারের মানসিক কষ্ট বাড়ার আশঙ্কা থেকে দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহের ছবি বা ভিডিও ধারণ করা আইনগতভাবে নিষিদ্ধ। এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড বা জরিমানা হতে পারে। 

Logo