Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:১২

বাহরাইনের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি, গত ৮ অক্টোবর বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাহরাইনের মন্ত্রী পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ ও বাহরাইনের সম্পর্ক দুই দেশের স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে।” তিনি শ্রম, আইন, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “দুই দেশের সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতে আরো প্রসারিত হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান। তিনি বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনায় অংশ নেন।

এই বৈঠককে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শ্রম ও মানবসম্পদ খাতে বাংলাদেশি কর্মীদের জন্য আরো সুযোগ সৃষ্টি এবং আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপকে ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বৈঠক সেই সম্পর্ককে আরো গভীর ও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo