Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা, দ্রুত ফ্যামিলি ভিসা খোলার অনুরোধ ড. আসিফ নজরুলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭

বাহরাইন সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা, দ্রুত ফ্যামিলি ভিসা খোলার অনুরোধ ড. আসিফ নজরুলের

বাহরাইন সরকারের তিন মন্ত্রীর সাথে বৈঠককে সফল বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সাথে দেশটিতে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা খুলে দেওয়া ও ফ্যামিলি ভিসা উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুকে এমনই তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

৭ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় তিনি দেশটির তিনজন উচ্চপদস্থ মন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি। বৈঠকে অংশগ্রহণকারী বাহরাইনের মন্ত্রীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্মমন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা। আলোচনায় ড. নজরুল বাহরাইনে বাংলাদেশি দক্ষ জনশক্তি বিশেষ করে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাব দেন।

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফার সাথে তার বৈঠকের কথা তুলে ধরে ড. নজরুল জানিয়েছেন, তিনি অনুরোধ করেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য যেন দ্রুত ফ্যামিলি ভিসা চালু করা হয়। যাতে পরিবারসহ বসবাসের সুযোগ তৈরি হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।

বাহরাইনের মন্ত্রীরা উপদেষ্টাকে সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এবং বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।

সৌদি আরব সফর শেষে ৬ অক্টোবর ড. আসিফ নজরুল বাহরাইনে যান। সাত তারিখে দেশটির সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করে ৮ অক্টোবর তিনি দেশে ফেরেন বলে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে। 


Logo