মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ অক্টোবর ২০২৫
দেশজুড়ে বাড়ি ভাড়া বৃদ্ধিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা সৌদি সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:০৪
সৌদি আরব
দেশজুড়ে বাড়ি ভাড়া বৃদ্ধিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা সৌদি সরকারের
সৌদি আরব সরকার দেশজুড়ে বাড়ি ও বাণিজ্যিক ভবনের ভাড়া বৃদ্ধিতে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা যাচাই করছে। বর্তমানে এই নীতি শুধু রাজধানী রিয়াদে কার্যকর রয়েছে, যেখানে নতুন ও পুরনো ভাড়াটিয়াদের পাঁচ বছরের জন্য ভাড়া বাড়ানো নিষিদ্ধ। এবার কর্তৃপক্ষ সেই নীতিকে দেশের সব অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনার বিষয়টি যাচাই করছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি রিয়েল এস্টেট অথরিটির মুখপাত্র তায়সীর আল-মুফারেজ জানিয়েছেন, দেশের সব শহরে বাড়ি ভাড়ার পরিমাণ ও বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার মতে, এ উদ্যোগের লক্ষ্য হলো বাড়ি ভাড়ার বাজারে স্থিতিশীলতা আনা, নাগরিকদের হঠাৎ ভাড়া বৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া এবং বিনিয়োগকারীদের পরিকল্পনা অনুযায়ী ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করা।
কুয়েত
সিগারেট চোরাচালানের অভিযোগে কুয়েত প্রবাসী আটক
দুই কার্টন সিগারেট চোরাচালানের অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কুয়েত প্রবাসী সেই ব্যক্তি কাস্টমস চেকপয়েন্ট অতিক্রম করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই স্ক্যানারে সন্দেহজনক প্যাকেজ ধরা পড়ে। তল্লাশিতে সিগারেটের কার্টনগুলো পাওয়া গেলে কর্মকর্তারা তা বাজেয়াপ্ত করেন এবং প্রবাসীকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বিভাগে পাঠানো হয়। অভিযুক্ত প্রবাসী কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। তবে, তার বিরুদ্ধে সিগারেট চোরাচালানের অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাত
সোনার দামে রেকর্ড, তবু থামছেন না ক্রেতারা
চলতি বছরে ৪০ বার সোনার দাম বেড়েছে, ভেঙেছে রেকর্ড; তবু থামছেন না আমিরাতের ক্রেতারা। খুচরা বাজারের তথ্য অনুযায়ী, দাম বাড়লেও মানুষ এখনো সোনায় বিনিয়োগ করতেই বেশি আগ্রহী। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বাজার বিশেষজ্ঞদের মতে, মানুষ সোনাকে এখনো নিরাপদ বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে দেখছেন। প্রথাগত গহনা কেনার চলমান চাহিদা ক্রেতাদের সোনার প্রতি আস্থা বজায় রেখেছে। সোনার দাম বাড়ার মাঝেই তারা সোনা কেনায় মনোযোগী হচ্ছে। ক্রেতারা মনে করছেন সোনার দাম আরো বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের নিরাপত্তা এবং সোনার দীর্ঘমেয়াদি মূল্য বৃদ্ধির প্রত্যাশা ক্রেতাদের বাজার থেকে সরে যেতে দিচ্ছে না।
logo-1-1740906910.png)