বাহরাইনে বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে তিন মন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৭
বাহরাইন সফররত বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে আইন, বিচার, শ্রম ও মানবাধিকার খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বাহরাইন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
প্রথম বৈঠকে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল শেখ রশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা ড. আসিফ নজরুলকে স্বাগত জানান। তিনি বলেন, বাহরাইন প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আইন অনুযায়ী নিরাপদ ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরো জানান, মানব পাচার প্রতিরোধে বাহরাইন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক Trafficking in Persons রিপোর্টে টানা আট বছর টিয়ার ১ মর্যাদা অর্জনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আট বছর ধরে বন্ধ থাকা বাহরাইনের শ্রমবাজার খোলা হবে কিনা, তা নিয়ে কোনো প্রকার আলোচনা হয়েছে কিনা, তা খবরে জানানো হয়নি। তবে দেশটির প্রবাসী বাংলাদেশিদের চাওয়া যেন এ নিয়ে একটা সিদ্ধান্তে আসে বাহরাইন সরকার।
পরবর্তী বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামিক বিষয়ক ও ওয়াকফ মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ আল মাওয়াদা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। এই বৈঠকে দুই দেশের বিচার ব্যবস্থার উন্নয়ন, আইনগত সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বলেন, বাহরাইন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা সময়ের সঙ্গে আরো বিস্তৃত হচ্ছে।
তৃতীয় বৈঠকে বাহরাইনের আইন বিষয়ক মন্ত্রী এবং শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসেইন খালাফ ড. নজরুলকে স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে আইন ও শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বৈঠকে শ্রমিকদের কল্যাণ, আইনগত সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বাহরাইনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী এবং দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
এই তিনটি বৈঠক দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, শ্রমিক কল্যাণ এবং আইনগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ভবিষ্যতে বাংলাদেশি প্রবাসীদের অধিকার রক্ষা এবং দ্বিপক্ষীয় উন্নয়নকে আরো গতিশীল করবে।
logo-1-1740906910.png)