মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ অক্টোবর ২০২৫
বাহরাইনে অভিযানে ৯৮ জন বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১৮
বাহরাইন
বাহরাইনে অভিযানে ৯৮ জন বহিষ্কার
বাহরাইনে অবৈধদের বিরুদ্ধে চলমান অভিযানে ৯৮ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চলমান অভিযানে ২১ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে।
খবরে জানানো হয়েছে, দেশটির লেবার মার্কেট অথরিটি জানিয়েছে সংস্থাটি ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর গোটা বাহরাইনে ১৮৩৫টি স্থানে অভিযান চালায়। মূলত দোকানপাটেই অভিযানগুলো চালানো হয়। তাতে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করা হয়। দেশটি থেকে বহিষ্কার করা ৯৮ জন প্রবাসী কর্মীর জাতীয়তা বা নাম-পরিচয় জানানো হয়নি। বাহরাইনে থাকা দেড় লক্ষ প্রবাসী বাংলাদেশির এসব অভিযান ও নিজেদের ভিসা বা কাজ-সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখা জরুরি বলে করেন প্রবাসীরা।
ওমান
ওমানে পর্যটন ও কর্মী বাড়ানোর মহাপরিকল্পনা
ওমান সরকার ২০৩০ সালের মধ্যে ৯ হাজার ৬০০টি নতুন হোটেল রুম নির্মাণ করে পর্যটন সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, চলতি বছর ওমানের হোটেল খাতে রাজস্ব বেড়েছে প্রায় ১৮ শতাংশ এবং কর্মসংস্থান বেড়েছে ১০ হাজার ৮০০ টি, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। ওমানের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মুসকাত ছাড়াও সালালাহ, সোহার ও নিঝওয়া অঞ্চলে আধুনিক হোটেল ও রিসোর্ট নির্মাণ করা হবে। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পর্যটন খাত থেকে জাতীয় অর্থনীতিতে ৫ শতাংশ অবদান, যা ২০৪০ সালের মধ্যে ১০ শতাংশে উন্নীত করা। ওমান পর্যটকদের আকর্ষণ করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে, আর দেশটিতে যাচ্ছে মূলত ইউরোপ ও জিসিসিভুক্ত আরব দেশগুলোর মানুষ। ওমানের এই উদ্যোগে স্থানীয় ও বিদেশি কর্মীদের জন্য হাজার হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে সরকার আশা করছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সহজ হচ্ছে বিমানবন্দর ইমিগ্রেশন
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোয় যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া এখন আরো সহজ ও সময়সাশ্রয়ী হচ্ছে। কাগজপত্রের ঝামেলা ছাড়াই শুধু মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চেক-ইন, নিরাপত্তা যাচাই ও বোর্ডিং সম্পন্ন করা যাবে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন এই বায়োমেট্রিক স্মার্ট ট্রাভেল সিস্টেমটি ইতোমধ্যে আবুধাবি ও দুবাই বিমানবন্দরে চালু করা হচ্ছে, যা যাত্রীদের কয়েক মিনিটেই ইমিগ্রেশন পেরিয়ে যেতে সহায়তা করবে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্মার্ট করিডোর ব্যবস্থায় যাত্রীদের পাসপোর্ট বা বোর্ডিং পাস স্ক্যান করতে হয় না শুধু নির্দিষ্ট করিডোরে হাঁটলেই মুখের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই হয়ে যায়। এতে একই সঙ্গে একাধিক যাত্রীকে যাচাই করা সম্ভব, ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা দূর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কুয়েত
কুয়েত অবৈধ ফুড ট্রাক ও স্থাপনাবিরোধী অভিযান
কুয়েতের আহমাদি গভর্নরেটে অবৈধ স্থাপনা, ফুড ট্রাক ও পরিত্যক্ত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। অভিযানে ১৩টি পরিত্যক্ত গাড়ি, ৪টি অনুমোদনবিহীন ফুড ট্রাক ও ১১টি অবৈধ ছাউনি অপসারণ করা হয়। এছাড়া রাস্তার পাশে ব্যবসা করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া বিজ্ঞাপন বিধি লঙ্ঘনের জন্য ১৬টি মামলা দায়ের করা হয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে পরিচালিত এই অভিযান চলবে। কুয়েতে থাকা সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশির এসব অভিযান, শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার বিষয়ে নিয়মকানুন জানা ও মানা জরুরি বলে মনে করছেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)