Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমরাহ পালনে লাগবে না আলাদা ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:১২

ওমরাহ পালনে লাগবে না আলাদা ভিসা

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ পালনকে আরো সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে সৌদি সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে সৌদিতে অবস্থানরত যে কোনো ভিসাধারী ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট কিংবা কর্মসংস্থান; সবাই ওমরাহ পালনের সুযোগ পাবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

আগে নির্দিষ্ট ভিসাধারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ থাকলেও এখন তা সব ধরনের ভিসার আওতায় আনা হয়েছে। এর ফলে সৌদিতে অবস্থানরত লাখো মুসলমান সহজেই ওমরাহ পালন করতে পারবেন, যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরো গভীর করবে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে হজ ও ওমরাহ খাতকে আধুনিক ও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আরো বেশি মানুষ ওমরাহ সেবার আওতায় আসবেন এবং ধর্মীয় পর্যটন খাতের উন্নয়ন ঘটবে।

ওমরাহ আবেদন প্রক্রিয়া সহজ করতে চালু হয়েছে ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’। এই অনলাইন প্ল্যাটফর্মে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। প্যাকেজ নির্বাচন, পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ; সবকিছুই এক জায়গায় সহজভাবে করা যাবে। এতে সময় ও জটিলতা কমবে, বাড়বে স্বচ্ছতা।

মন্ত্রণালয় জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার মুসল্লিদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের আধ্যাত্মিক সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করাই সরকারের লক্ষ্য।

এই পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি বড় সুখবর। যারা সৌদিতে ভিন্ন ভিসায় অবস্থান করছেন, তারা এখন সহজেই ওমরাহ পালন করতে পারবেন। এটি ধর্মীয় স্বাধীনতা ও সৌদি সরকারের উদার নীতির প্রতিফলন।

এই উদ্যোগ মুসলমানদের জন্য যেমন আধ্যাত্মিক প্রশান্তির পথ খুলে দিচ্ছে, তেমনি সৌদি আরবকে ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা

Logo