Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অভিযানে ৯৮ জন প্রবাসী কর্মীকে দেশে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:১০

বাহরাইনে অভিযানে ৯৮ জন প্রবাসী কর্মীকে দেশে ফেরত

বাহরাইনে অবৈধ শ্রমিক ও বসবাসকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত সপ্তাহে ৯৮ জনকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা Labour Market Regulatory Authority (LMRA) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

LMRA জানায়, গত সপ্তাহে বাহরাইনের চারটি গভর্নরেটজুড়ে মোট ১,৮০৫টি পরিদর্শন অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে শ্রম ও আবাসন-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়, যাদের মধ্যে ৯৮ জনকে অবৈধভাবে অবস্থান ও কাজ করার দায়ে বহিষ্কার করা হয়েছে।

এই অভিযানগুলো পরিচালিত হয়েছে LMRA-এর নিজস্ব টিম এবং অন্যান্য সরকারি সংস্থার যৌথ উদ্যোগে। সংস্থাটি বলছে, শ্রমবাজারে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

LMRA-এর পক্ষ থেকে জানানো হয়, “আমরা শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। বাহরাইনে বৈধভাবে কাজ করতে হলে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলা বাধ্যতামূলক।”

বাহরাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈধ ভিসা, নিবন্ধন এবং নিয়োগকর্তার অনুমোদন ছাড়া কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে জরিমানা, জেল এবং দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির বিধান রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, LMRA-এর এই অভিযান বাহরাইনের শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বিদেশি শ্রমিকদের জন্য সতর্কবার্তা, যাতে তারা দালালদের প্রলোভনে পড়ে অবৈধভাবে কাজ করতে না যান।

LMRA জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং শ্রমবাজারে আইনের শাসন প্রতিষ্ঠায় তারা কোনো ছাড় দেবে না। সংস্থাটি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া কাজ না করেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

তথ্যসূত্র: গালফ ডেইলি নিউজ

Logo