আবাসন ও শিক্ষার সুবিধাসহ দক্ষ কর্মী নেবে সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৫
					সৌদি আরব দক্ষ বিদেশি কর্মী আকর্ষণে নতুন কৌশল গ্রহণ করেছে। দেশটির সরকার এখন আবাসন, শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিভাবানদের জন্য কর্মপরিবেশ আরো আকর্ষণীয় করে তুলছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুবিধা সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিযোগিতামূলক কর্মগন্তব্যে পরিণত করছে।
বিদেশি কর্মীদের জন্য এখন সৌদি আরবে রয়েছে উন্নত আবাসন সুবিধা, আন্তর্জাতিক মানের স্কুলে সন্তানদের শিক্ষার সুযোগ এবং পরিবারসহ নিরাপদে বসবাসের নিশ্চয়তা। এসব সুবিধা শুধু উচ্চ পর্যায়ের নয়, মাঝারি ও প্রযুক্তিনির্ভর পেশাজীবীদের জন্যও প্রযোজ্য।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন খাতে; বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও নির্মাণে বিদেশি দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। দেশটির ভিশন ২০৩০ লক্ষ্য পূরণে এই কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৌদি সরকার বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিকে দেশটিতে বিনিয়োগে উৎসাহিত করছে। এর ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিদেশি কর্মীদের জন্য সহজ ভিসা প্রক্রিয়া, কর সুবিধা এবং পরিবারসহ বসবাসের সুযোগ এসব উদ্যোগকে আরো কার্যকর করে তুলছে।
বিদেশি কর্মীদের সন্তানদের জন্য আন্তর্জাতিক স্কুলে ভর্তি, ইংরেজি মাধ্যমে শিক্ষা এবং বহুজাতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ থাকায় অনেক পরিবার সৌদি আরবে কাজ করতে আগ্রহী হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতাও বড় আকর্ষণ।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ; যেমন- সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের সঙ্গে প্রতিযোগিতায় সৌদি আরব এখন আরো এগিয়ে। কর্মীদের জন্য সুবিধা বাড়িয়ে এবং কর্মপরিবেশ উন্নত করে দেশটি আন্তর্জাতিক প্রতিভা ধরে রাখতে চাইছে।
বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ সৌদি আরবকে শুধু তেলনির্ভর অর্থনীতি থেকে বের করে একটি বৈচিত্র্যময়, দক্ষতাভিত্তিক কর্মসংস্থানমুখী দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে। বিদেশি কর্মীদের জন্য এটি নতুন সুযোগের দুয়ার খুলে দিচ্ছে।
তথ্যসূত্র: আল অ্যারাবিয়া
logo-1-1740906910.png)