Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েত থেকে এ বছর ৩২ হাজার প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩

কুয়েত থেকে এ বছর ৩২ হাজার প্রবাসী বহিষ্কার

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত থেকে অন্তত ৩২ হাজার বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব বহিষ্কারের পেছনে রয়েছে বিভিন্ন অপরাধ, আইন লঙ্ঘন এবং আবাসন-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ।

বহিষ্কৃতদের মধ্যে অনেকেই মাদক-সংক্রান্ত অপরাধ, অবৈধ বসবাস, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান, ট্রাফিক আইন লঙ্ঘন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। কুয়েত সরকার বলছে, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর অবস্থান নিয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই রয়েছেন। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাস করছিলেন এবং বিভিন্ন খাতে কাজ করছিলেন। তবে আইন লঙ্ঘনের কারণে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

এই পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত অন্য প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই বলছেন, ছোটখাটো ভুল বা প্রশাসনিক জটিলতার কারণে যেন কাউকে হয়রানি না করা হয়। বিশেষ করে যারা বৈধভাবে কাজ করছেন, তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি উঠেছে।

কুয়েত সরকার জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করছে না। বরং আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশটির অভিবাসন নীতিতে স্বচ্ছতা ও কঠোরতা বজায় রাখার কথা বলা হয়েছে।

সরকার আরো জানিয়েছে, অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ চলছে। ডিজিটাল ট্র্যাকিং, বায়োমেট্রিক যাচাই এবং অনলাইন ভিসা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে অবৈধ বসবাসকারীদের দ্রুত শনাক্ত করা যাবে।

তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন

Logo