বাংলাদেশিদের ভিসা সহজ করতে আমিরাত সরকারকে অনুরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৯
বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান ও ভিসা প্রক্রিয়া সহজ করতে দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
বৈঠকে অংশ নেন ইউএইর জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই। আলোচনায় উঠে আসে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান, ভিসা সহজীকরণ, বন্দর সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।
মন্ত্রী সুহাইল আল মাজরুই জানান, এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি এসব প্রকল্পে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করায় ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বাংলাদেশি নাবিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন। জবাবে ইউএই মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি দ্রুত বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা যেতে পারে।
বৈঠক শেষে উভয়পক্ষই বন্ধুপ্রতিম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়লে দুই দেশের অর্থনীতি ও জনশক্তি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ
logo-1-1740906910.png)