Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার নয়: শারজাহ পুলিশের অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৩

ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার নয়: শারজাহ পুলিশের অভিযান

“পরবর্তী সংখ্যা হবেন না”- এই বার্তা নিয়ে শারজাহ পুলিশ চালু করেছে নতুন সচেতনতামূলক ক্যাম্পেইন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের বিপদ সম্পর্কে জনগণকে সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ বলছে, ফোনে কথা বলা বা মেসেজ পাঠানোর সময় চালকের মনোযোগ বিভ্রান্ত হয়, যা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

শারজাহ পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর মোবাইল ফোন ব্যবহারের কারণে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। অনেক চালকই মনে করেন, কয়েক সেকেন্ডের ফোন ব্যবহার ক্ষতি করে না। কিন্তু বাস্তবে এই কয়েক সেকেন্ডই প্রাণঘাতী হতে পারে।

এই সচেতনতামূলক ক্যাম্পেইনের মূল লক্ষ্য চালকদের মধ্যে দায়িত্ববোধ জাগানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ চাইছে, চালকরা যেন বুঝতে পারেন, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার শুধু নিজের নয়, অন্যদের জীবনকেও ঝুঁকিতে ফেলে।

সংযুক্ত আরব আমিরাতে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। শারজাহ পুলিশ জানিয়েছে, নিয়ম ভাঙলে ৮০০ দিরহাম জরিমানা এবং ৪টি ডিমেরিট পয়েন্ট যোগ হবে। তারা আরো বলছে, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা জরুরি, কিন্তু তা যেন নিরাপত্তার বিপরীতে না দাঁড়ায়।

পুলিশ বিভিন্ন স্থানে ব্যানার, ডিজিটাল সাইনবোর্ড এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। স্কুল, কলেজ ও কর্মস্থলে সচেতনতা সেশনও আয়োজন করা হচ্ছে। চালকদের পাশাপাশি যাত্রীদেরও অনুরোধ করা হচ্ছে, তারা যেন চালকদের ফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন।

শারজাহ পুলিশের মুখপাত্র বলেন, “একটি মেসেজ বা কলের জন্য জীবন হারানো উচিত নয়। নিরাপদ চালনা মানেই সচেতন চালনা।” তিনি আরো বলেন, “আপনি যদি গাড়ি চালান, তাহলে আপনার দায়িত্ব শুধু নিজের নয়, পুরো সড়কের।”

এই ক্যাম্পেইন শুধু শারজাহ নয়, গোটা আমিরাতজুড়ে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য চালকদের দায়িত্বশীল আচরণই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাঠি।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo