Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ অক্টোবর ২০২৫

বাহরাইনে নারীদের সংরক্ষিত স্থানে ঢুকলে পুরুষদের হবে শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

বাহরাইনে নারীদের সংরক্ষিত স্থানে ঢুকলে পুরুষদের হবে শাস্তি

আরব আমিরাত

আমিরাতে লটারিতে বাংলাদেশি জিতলেন ৬৬ কোটি ২৯ লাখ টাকা

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি লটারিতে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা দেশি মুদ্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকা। হারুন সরদার ওরফে নুরন্নবী সরদার নামের এই প্রবাসী বাংলাদেশি বিগ টিকিট লটারি কিনে বিরাট অঙ্কের দিরহাম জিতে সংবাদের শিরোনাম হয়েছেন। ৪৪ বছর বয়সী হারুন শারজাহতে ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন। গত ১৪ সেপ্টেম্বর তিনি ও তার ৯ বন্ধু মিলে লটারির টিকিট কিনেছিলেন। লাইভ ড্র অনুষ্ঠান থেকে বিগ টিকিটের উপস্থাপকরা তাকে ফোন করে জয়ের খবরটি জানান। অবাক ও আবেগাপ্লুত হারুন বিস্ময়ে তখন কোনো কথা বলতে পারছিলেন না। বাংলাদেশি প্রবাসী হারুন জানিয়েছেন, তিনি এই পুরস্কার তার ১০ জন বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন।  


সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে এবার রোজা শুরু ১৯ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা আগামী রমজান মাস কবে শুরু হতে পারে, তার একটা পূর্বাভাস দিয়েছেন। তারা বলছেন, নতুন বছর ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। গালফ নিউজ এই খবর দিয়েছে। সেই হিসাবে আগামী বছর বাংলাদেশে রোজা শুরুর তারিখ হতে পারে ২০ ফেব্রুয়ারি। সেই সাথে জ্যোতির্বিজ্ঞানীরা আরো পূর্বাভাস দিয়েছেন, আমিরাতে রোজার সময়ে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই সাথে দেশটিতে রমজানে বৃষ্টি থাকতে পারে পুরো মাসজুড়ে। হিসাব অনুযায়ী রোজার বাকি আছে ১৩৯ দিন।


বাহরাইন

বাহরাইনে নারীদের সংরক্ষিত স্থানে ঢুকলে পুরুষদের হবে শাস্তি

বাহরাইনে নারীদের জন্য সংরক্ষিত স্থানে পুরুষদের প্রবেশ নিষেধ করা হয়েছে। কেউ ঢুকে পড়লে পেতে হবে কঠোর শাস্তি। দেশটির সংসদীয় ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্স ও ন্যাশনাল সিকিউরিটি কমিটিতে এ রকমই একটি বিল প্রস্তাব করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বিলটি অনুমোদিত হলে কোনো পুরুষ যদি নারীদের জমায়েতের স্থানগুলোতে প্রবেশের চেষ্টা করে, তাকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ১ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হবে। বিশেষ করে যদি অপরাধটি ছদ্মবেশে সংঘটিত হয়, তাহলে শাস্তি আরো কঠোর করা হতে পারে। এই বিল প্রস্তাবকারী এমপিরা বলছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিছু পুরুষ অনৈতিকভাবে নারীদের জন্য সংরক্ষিত জায়গায় প্রবেশ করছে, যা নারীদের গোপনীয়তা লঙ্ঘন এবং ব্ল্যাকমেইলের ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা প্রয়োজন। 


কুয়েত

কুয়েতে শুরু হলো সাইবার নিরাপত্তাবিষয়ক প্রচারণা

কুয়েত সরকার জাতীয় সাইবার নিরাপত্তায় একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক এবং বাসিন্দাদের ডিজিটাল নিরাপত্তাবিষয়ক জ্ঞান বৃদ্ধি করা এবং তাদের অনলাইন তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত করতে সচেতন করা হবে। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, এই সচেতনতামূলক প্রচারণায় পাসওয়ার্ড সিকিউরিটি, ফিশিং, সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা ও ওয়াই-ফাই ব্যবহারের সুরক্ষা নিয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি এবং অনলাইন প্রতারণা থেকে নিজেকে রক্ষার জন্য বিভিন্ন সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, এই প্রচারণা দেশের নাগরিকদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে এবং সাইবার হুমকি প্রতিরোধে সহায়ক হবে। কুয়েতে আছেন সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি, যারা এই প্রচারণা থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।   


Logo