Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৭

কুয়েতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান

কুয়েতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যাপক ট্রাফিক অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে ২১৪টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে এবং ২১টি গাড়ি ও ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ১০ জনকে সতর্কতামূলক আটক এবং ১২ জন কিশোরকে কিশোর আদালতে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগের ট্রাফিক তদন্ত ইউনিট এই অভিযান পরিচালনা করেছে। এর মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা এবং জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা করা।

অভিযানের মূল লক্ষ্য

- ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনা

- লাইসেন্স ছাড়া কিশোর চালকদের বিরুদ্ধে ব্যবস্থা

- জনসচেতনতা বাড়াতে জনগণের সহযোগিতা আহ্বান

মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ বা বেপরোয়া চালনার ঘটনা জানাতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এজন্য হটলাইন নম্বর ১১২, হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯৩২৪০৯২ এবং “তাওয়াসুল” প্ল্যাটফর্ম চালু রয়েছে। এসব মাধ্যমে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা সূত্র জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ট্রাফিক আইন ভঙ্গের ভিডিওগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে সিগন্যাল অমান্য, বেপরোয়া বাইক চালনা ইত্যাদি ভিডিও যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দেখা গেছে, অনেক কিশোর লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কিশোর আদালতে মামলা করা হয়েছে। এ ধরনের আচরণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা জরুরি বলে মনে করছেন কর্মকর্তারা।

কুয়েত সরকার জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। জনসাধারণের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা ও বেপরোয়া চালনার ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন

Logo