Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৬

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর কুয়েতের সালমিয়া শহরের মিক্স ইয়াকি রেস্তোরাঁয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত (বিবিসি) এ সভার আয়োজন করে। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, প্রকৌশলী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম সভা পরিচালনা করেন। আলোচনায় উঠে আসে, প্রবাসীদের অর্থায়নে এবং বাংলাদেশ শমরিতা হাসপাতালের সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা।

বিবিসির সহসভাপতি মো. আকবর হোসেন বলেন, “একতাই বল, যদি স্বদিচ্ছা থাকে; তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।” তিনি আলোচকদের বক্তব্যের রূপরেখা তুলে ধরেন এবং সকলে মিলে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভাপতি লুতফুর রহমান বলেন, “একাই অনেক কিছু করা সম্ভব, তবে সম্মিলিত প্রচেষ্টায় কিছু করতে পারলে সেটির গুরুত্ব অপরিসীম।” তিনি কুয়েতে বাংলাদেশিদের মালিকানাধীন একটি হাসপাতাল প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বলেন, “উদ্যোগ নেবে দুই-একজন, কিন্তু সবার সমর্থন থাকলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।” তিনি উপস্থিত সবাইকে লিখিতভাবে মতামত ও অংশগ্রহণের বিষয়টি লিপিবদ্ধ করার অনুরোধ জানান।

জানা গেছে, কুয়েতে বর্তমানে তিন লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুয়েত সফর করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন। কুয়েত প্রবাসীরা তার কাছেই হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন। সেই প্রেক্ষাপটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একতাবদ্ধ প্রয়াসের প্রতিফলন।

তথ্যসূত্র: দৈনিক কালবেলা

Logo