Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

২০২৬ সালে যাত্রা শুরু করছে ইউএইর প্রথম যাত্রীবাহী ট্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৫

২০২৬ সালে যাত্রা শুরু করছে ইউএইর প্রথম যাত্রীবাহী ট্রেন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ইতিহাসে প্রথম যাত্রীবাহী রেলপথ চালু হতে যাচ্ছে ২০২৬ সালে। ইতিহাদ রেল কর্তৃপক্ষ সম্প্রতি এই রুটের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নতুন এই রেলপথ শুধু শহর সংযোগই নয় বরং যাত্রীদের জন্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক ভ্রমণের অভিজ্ঞতাও নিশ্চিত করবে।

এই রেলপথের মাধ্যমে আবুধাবি, দুবাই, আল আইন, ফুজাইরা, রুয়াইস ও অন্যান্য শহর একত্রিত হবে। যাত্রীদের জন্য এটি হবে একটি দ্রুত, আরামদায়ক ও পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম। ইতোমধ্যে রেলস্টেশন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু হবে বলে জানানো হয়েছে।

এই রেলপথে যাত্রীরা মরুভূমি, পাহাড়, উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। প্রতিটি স্টেশনে থাকবে আধুনিক সুবিধা, যেমন- টিকিট বুকিং, খাবার ও বিশ্রামের জায়গা এবং স্থানীয় সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা।

ইতিহাদ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেলপথ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমবে এবং সড়কপথে যানজট হ্রাস পাবে। এটি ইউএইর টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন রেলপথ চালুর ফলে ব্যবসা, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। শহরগুলোর মধ্যে যোগাযোগ সহজ হলে অভ্যন্তরীণ ভ্রমণ বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

ইতিহাদ রেল ভবিষ্যতে আরো রুট সম্প্রসারণের পরিকল্পনা করছে, যাতে ইউএইর প্রত্যন্ত অঞ্চলগুলোও সংযুক্ত হয়। রেলপথের মাধ্যমে দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার লক্ষ্য রয়েছে।

এই রেলপথ শুধু যাতায়াত নয়, বরং ইউএইর আধুনিকতা, পরিবেশ সচেতনতা ও পর্যটন উন্নয়নের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে। ২০২৬ সালে যাত্রা শুরু হলে এটি হবে দেশটির যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo