Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ অক্টোবর ২০২৫

পাওয়ার ব্যাংক নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলো এমিরেটসের বিমানে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২০:৫৩

পাওয়ার ব্যাংক নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলো এমিরেটসের বিমানে

সংযুক্ত আরব আমিরাত 

পাওয়ার ব্যাংক নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলো এমিরেটসের বিমানে

সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস এয়ারলাইন্স তাদের সব ফ্লাইটে পাওয়ার ব্যাংক নিষেধাজ্ঞা কার্যকর করেছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা শুধু ঘণ্টায় ১০০ ওয়াটের কম ক্ষমতার পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন। তবে সেটা চেক ইন ব্যাগেজে নেওয়া যাবে না। আবার বিমান চলাকালীন সময়ে পাওয়ার ব্যাংক চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাওয়ার ব্যাংকটি রাখতে হবে সিটের পকেট বা সিটের নিচে। 

এমিরেটস জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো লিথিয়াম ব্যাটারি থেকে সৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি কমানো। এয়ারলাইন্স আরো সতর্ক করেছে, যাত্রীরা ফ্লাইটের আগে তাদের ডিভাইসগুলো যেন সম্পূর্ণ চার্জ করে নিয়ে আসে এবং সঠিকভাবে সংরক্ষণ করে। 


ওমান 

ওমানে প্রবাসীদের কাজের শর্ত সহজ হলো

ওমানে বিদেশি শ্রমিকদের জন্য কাজের শর্ত আরো সহজ করা হয়েছে। নতুন নিয়মে প্রবাসী কর্মীদের চাকরি পরিবর্তনের স্বাধীনতা দেওয়া হয়েছে, যদি তাদের নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট নবায়নের পর বৈধ কর্মসংস্থান চুক্তি নিবন্ধন করতে ব্যর্থ হন। গালফ নিউজ এ খবর দিয়েছে।

খবরে আরো বলা হয়েছে, ব্যক্তি এবং ব্যবসা উভয়ের উদ্দেশ্যে পাঠানো সরকারি এক নোটিশে ওমানের এ সংক্রান্ত মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যখন সিস্টেমে আপলোড করা একটি সক্রিয় চুক্তি ছাড়াই একটি ওয়ার্ক পারমিট নবায়ন করা হয়, তখন কর্মচারী ৩০ দিন পরে স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিষেবা, নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তর করার অধিকার পাবেন। এতে কর্মীরা তাদের অধিকার রক্ষা করতে পারবেন আর তাতে চাকরির নিরাপত্তাও বাড়বে। ওমানে নিয়োগকর্তাদেরও দ্রুত চুক্তি নিবন্ধনের আহ্বানও জানানো হয়েছে, যাতে উভয়পক্ষই সুবিধা পায়।


বাহরাইন 

বাহরাইনে জালিয়াতির কারণে এশিয়ানের কারাদণ্ড

বাহরাইনের একটি আদালত ভুয়া পেমেন্ট কেলেঙ্কারির মামলায় এক এশিয়ান রেস্টুরেন্ট কর্মীকে কয়েক বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া তাকে ১ হাজার দিনার জরিমানা করা হয়েছে এবং সাজা শেষে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায় অভিযুক্ত ওই ৪০ বছর বয়সী ব্যক্তি বিদেশি ব্যাংকের চুরি যাওয়া কার্ড ব্যবহার করে বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করেন। এসব লেনদেনের মাধ্যমে তিনি মোট ২ হাজার ৪৫৩ দিনার আত্মসাৎ করেন। তদন্তে উঠে আসে, তিনি কার্ডধারীদের ভেরিফিকেশন কোড ব্যবহার করে অবৈধভাবে ব্যাংকিং সিস্টেমে প্রবেশ করেছিলেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে, তিনি অন্যদের হয়ে বিল পরিশোধের বিনিময়ে নগদ অর্থ নিতেন এবং একজন সহযোগী চুরি হওয়া কার্ড সরবরাহ করত। তবে আদালত প্রমাণের ভিত্তিতে তাকে মূল অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করেছে।

Logo