Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হচ্ছে হজবিষয়ক জাদুঘর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৪

সৌদি আরবে হচ্ছে হজবিষয়ক জাদুঘর

সৌদি আরব হজ ও ইসলামের পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ‘হজ ও পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণ প্রকল্প’-এর উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রিন্স ফয়সাল বিন সালমান, যিনি বাদশাহ সালমানের বিশেষ উপদেষ্টা এবং কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভের চেয়ারম্যান।

জাদুঘরটির মূল উদ্দেশ্য হলো- হজের শতাব্দীকালব্যাপী ইতিহাস, আচার-অনুষ্ঠান, রীতিনীতি এবং পবিত্র স্থানগুলোর পরিষেবা ব্যবস্থায় সময়ের সঙ্গে ঘটে যাওয়া পরিবর্তনগুলো সংরক্ষণ ও প্রদর্শন করা। এটি হজ ও দুই মসজিদবিষয়ক জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করবে, যা দর্শনার্থীদের জন্য ঐতিহাসিক ও শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করবে।

এ উদ্যোগের পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ‘হজ ও পবিত্র দুই মসজিদ বিষয়ক বিশ্বকোষ’ শীর্ষক একটি প্রাতিষ্ঠানিক প্রকল্পও গ্রহণ করেছে। এই বিশ্বকোষে হজের ইতিহাস, ধর্মীয় রীতি, প্রশাসনিক কাঠামো এবং পবিত্র স্থানগুলোর বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।

বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান এই প্রকল্পগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগ ইসলামের ঐতিহ্য সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে।

জাদুঘরটি শুধু সৌদি আরব নয়, বরং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। এটি হজের ইতিহাস ও পবিত্র স্থানগুলোর প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo