মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ অক্টোবর ২০২৫
বাহরাইনে শুরু হলো ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:৪৩

বাহরাইন
বাহরাইনে শুরু হলো ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইন
শীত মৌসুম শুরু হওয়ার আগেই বাহরাইনে শুরু হলো ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইন। ঠান্ডাজনিত রোগ বালাই থেকে দেশটির নাগরিক ও বাসিন্দাদের রক্ষা করতেই দেশটির সরকারের এই আয়োজন। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। দেশটিতে থাকা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই ভ্যাক্সিন বিনামূল্যে নিতে পারবেন। খবরে আরো বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্যাক্সিন কার্যক্রম চলবে। শীতকালীন ঠান্ডাজনিত সমস্যা এড়াতে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু, ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ফুসফুস, হৃদরোগ এবং ডায়াবেটিস আক্রান্ত রোগী, গর্ভবতী মহিলা, স্বাস্থ্যকর্মী, হজযাত্রীদের এই ভ্যাক্সিন নেওয়া জরুরি। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির সব বয়সের নাগরিক ও বাসিন্দাদের ভ্যাক্সিন নিতে হবে। কেননা তাতে সাধারণ ঠান্ডা, কাশি, জ্বর-জারি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা যায়।
সংযুক্ত আরব আমিরাত
স্ত্রীর নামে টিকিট কিনে বাংলাদেশি জিতলেন লটারি
সংযুক্ত আরব আমিরাতে স্ত্রীর নামে বিগ টিকিট লটারি কিনে ৫০ হাজার দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশটির আল আইন শহরে বসবাসকারী ৪৩ বছর বয়সী এই প্রবাসী দুই বছর থেকে বিগ টিকিটে ভাগ্য পরীক্ষা করে আসছিলেন। শেষবার তার স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কিনেই জিতে নিয়েছেন পুরস্কার। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশি মনে করেন, স্ত্রীর নামে টিকিট কেনার সিদ্ধান্তই তাকে জয়ী করেছে। তিনি গত ১৬ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। পুরস্কারের অর্থ দিয়ে তিনি তার রেস্টুরেন্ট ব্যবসাকে আরো বড় করতে চান। লটারি বিজয়ী এই প্রবাসী জানিয়েছেন, তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন, যাতে আরো বড় অঙ্কের লটারি জিততে পারেন।
কুয়েত
কুয়েতের বিশ্ববিদ্যালয়ে দেশের শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে আলোচনা
কুয়েতের বিশ্ববিদ্যালয়ে দেশের শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে আলোচনা করেছেন দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত। এ নিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সোমবার কুয়েত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ওসামা আল ওমায়েরের সঙ্গে সৌজন্য দেখা করেন। এ সময় এ প্রসঙ্গটি আলোচনায় আসে। বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া অল্প সংখ্যক শিক্ষার্থীরা মূলত আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়, যাদের মধ্যে মেধাবী এবং আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীর সংখ্যাই বেশি। দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরো প্রসারিত করার ব্যাপারে আলোচনা হয়। কুয়েতে যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা আরো ভর্তি হতে পারেন, তা নিয়েও তারা আলোচনা করেন।
সৌদি আরব
সৌদির দুই স্থানে কনস্যুলার সেবা বাংলাদেশ দূতাবাসের
সৌদি আরবের এস্তেরাহা আল-ওয়াফা, কিং ফয়সাল রোড এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস। বুধবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ ও ৪ অক্টোবর শুক্র-শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই স্থানে কনস্যুলার ক্যাম্প বসবে। যেখানে পাসপোর্ট নবায়ন, জরুরি ট্রাভেল পারমিট ইস্যু, ভিসা এক্সটেনশন, মেডিকেল রিপোর্ট যাচাই এবং পুলিশ ক্লিয়ারেন্সের মতো মৌলিক কনস্যুলার সেবা দেওয়া হবে।
দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এই কনস্যুলার সেবা নেওয়া যাবে।