Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মানব পাচার প্রতিরোধে টানা আট বছর ধরে সেরা বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫

মানব পাচার প্রতিরোধে টানা আট বছর ধরে সেরা বাহরাইন

মানব পাচার প্রতিরোধে টানা অষ্টম বছরের মতো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘টিয়ার-১’ মর্যাদা অর্জন করেছে বাহরাইন। এই স্বীকৃতি প্রমাণ করে মানব পাচার মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সফলভাবে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বার্ষিক “ট্র্যাফিকিং ইন পারসনস” (TIP) প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন সরকার মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে- ভিকটিমদের সুরক্ষা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম। প্রতিবেদনে বাহরাইনের জাতীয় কমিটি, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বীকৃতি দেশটির মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তারা আরো জানায়, মানব পাচার প্রতিরোধে বাহরাইন শুধু আইনগত কাঠামো নয়, বরং ভিকটিমদের পুনর্বাসন ও সহায়তায়ও কার্যকর পদক্ষেপ নিয়েছে।

টিপ রিপোর্টে উল্লেখ করা হয়, বাহরাইন সরকার মানব পাচারের শিকারদের জন্য নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা, চিকিৎসা ও মনোসামাজিক সেবা নিশ্চিত করেছে। এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষায় ‘ফ্লেক্সি ভিসা’ ব্যবস্থাসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় কমিটির সভাপতি শেখ রাশিদ বিন আব্দুল্লাহ আল-খলিফা বলেন, “এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা মানব পাচার প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

জাতীয় কমিটির সেক্রেটারি জেনারেল নওফ আল-মোয়াওদা জানান, বাহরাইন সরকার মানব পাচার প্রতিরোধে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে।

এই অর্জন বাহরাইনের জন্য শুধু আন্তর্জাতিক মর্যাদা নয়, বরং মানবাধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মানব পাচার প্রতিরোধে টিয়ার-১ মর্যাদা পাওয়া দেশগুলোকে বিশ্বের সর্বোচ্চ মানদণ্ড অনুসরণকারী হিসেবে বিবেচনা করা হয়।

বাহরাইনের এই ধারাবাহিক সাফল্য অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে উঠতে পারে। মানব পাচার প্রতিরোধে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, শক্তিশালী নীতি এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পারে এই বৈশ্বিক সংকট মোকাবিলা করতে।

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo