Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ভাইরাল জজ মিয়া বললেন...

‘ঈমান দিয়ে কাজ করেছি, তাই মানুষের মন পাইছি’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

‘ঈমান দিয়ে কাজ করেছি, তাই মানুষের মন পাইছি’

বাহরাইন প্রবাসী বাংলাদেশি, কুমিল্লা হোমনার জজ মিয়ার বিদায় অনুষ্ঠান এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতায় যিনি মন কেড়েছেন সাধারণ বাহরাইনিদের। একজন সাধারণ প্রবাসী হয়েও যে সম্মান অর্জন করা যায়, জজ মিয়া রইলেন সেই দৃষ্টান্ত হয়ে।   

ইউনিভার্সিটি অব বাহরাইনের কলেজ অব ল' অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগেই অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে কর্মস্থল থেকে বিদায়ের ক্ষণটি জজ মিয়ার জীবনে ধ্রুবতারার মতো হয়ে রইল। যে বিদেশিদের সেবায় তিনি রত ছিলেন, তারাই ফিরিয়ে দিলেন তার সম্মান। আর সেই বিদায় অনুষ্ঠানে বারবার জজ মিয়ার নামটি এসেছে কর্মনিষ্ঠার প্রতীক হিসেবে। পরিচ্ছন্নতাকর্মীর এমন বিদায় সংবর্ধনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন জজ মিয়া। 

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আয়োজন করেন হৃদয়স্পর্শী এক বিদায় অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সে বিদায়ী সংবর্ধনার দৃশ্য দেখে আর সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জজ মিয়া। তিনি প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ্ আমি অনেক খুশি। আমি ঈমান দিয়ে কাজ করেছি, নিজের মনে করে কাজ করেছি। তাই তারা আমাকে সম্মান দিসে।’ জজ মিয়া আরো বলেন, 'প্রবাসে যারা কাজ করবেন, তারা এই ঈমান দিয়ে নিজের মনে করে কাজ করবেন।' 

বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা জানান, জজ মিয়ার জন্য তাদেরও গর্ব হচ্ছে। জজ মিয়ার এমন বিদায়, তাদের কাছেও এক স্মরণীয় মুহূর্ত, যা অনুপ্রেরণা জোগাবে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের।  

জীবন আর জীবিকার তাগিদে কুমিল্লার হোমনার দুলালপুর গ্রামের সন্তান জজ মিয়া বাহরাইন গিয়েছিলেন ২০০৭ সালে। বিভিন্ন পেশায় কাজ করার পর ২০২০ সালে যোগ দেন বাহরাইন ইউনিভার্সিটির কলেজ অব ল' অনুষদের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সবার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। বাহরাইন প্রবাসীরা আরো জানান, কর্মনিষ্ঠা আর দায়িত্বশীলতায় কেবল ব্যক্তি জজ মিয়াই নন, সুনাম এনে দিয়েছেন বাংলাদেশের জন্যও।

Logo