Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ সেপ্টেম্বর ২০২৫

বাহরাইনে অবৈধ অভিবাসী ধরতে বিশেষ অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

বাহরাইনে অবৈধ অভিবাসী ধরতে বিশেষ অভিযান

বাহরাইন 

বাহরাইনে অবৈধ অভিবাসী ধরতে বিশেষ অভিযান 

বাহরাইনে অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের ধরতে দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে ১২৭ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। তবে দেশে ফেরত পাঠানো বা গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। খবরে আরো বলা হয়েছে, বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ১০৯টি স্থানে পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। চলে ২৬টি যৌথ অভিযান। ১ হাজার ৮৩টি দোকান ও প্রতিষ্ঠানে চলে সরেজমিন পরিদর্শন। এসব অভিযানে শ্রমবাজার ও অভিবাসন আইন ভঙ্গের একাধিক ঘটনা ধরা পড়ে, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাহরাইনে আছেন ১ লাখ ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি। তাদের আইন মেনে চলা, ভিসা ও কর্মক্ষেত্রের কাগজপত্র আপডেট রাখা সব সময়ের জন্য জরুরি বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।  


সৌদি আরব 

সৌদিতে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরব কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে- ক্ষতিকর ও দেশটির সাথে উপযুক্ত নয় এমন কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না। একই সাথে স্পষ্ট করা হয়েছে, কোন্ ধরনের কনটেন্ট বেআইনি ও সমাজের জন্য ক্ষতিকর। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির তথ্যমন্ত্রী সালমান আল দোসারি বলেন, ক্ষতিকর কনটেন্ট রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অর্থাৎ অনুপযুক্ত কনটেন্ট প্রত্যাখ্যান ও উপেক্ষা করা। সৌদিতে আছেন ৩০ লক্ষ প্রবাসী বাংলাদেশি। নতুন এই নির্দেশনা সৌদি প্রবাসী বাংলাদেশিদের জানা ও মানা গুরুত্বপূর্ণ। সৌদি তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা হলো দেশের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় তিনি গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্সের উদাহরণ টেনে জানান, সৌদির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যেই প্ল্যাটফর্মটির ৩ লাখের বেশি অনুপযুক্ত গেম ব্লক করেছে এবং ভয়েস ও টেক্সট চ্যাট ডিলিট করেছে। পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের অনলাইন ব্যবহারে দায়িত্বশীল নজরদারি জরুরি। 


কুয়েত 

কুয়েতের গ্র্যান্ড মসজিদের জন্য বাংলাদেশের উপহার 

কুয়েতের গ্র্যান্ড মসজিদের জন্য বাংলাদেশ থেকে পাঠানো একটি ক্যালিগ্রাফি উপহার দেওয়া হয়েছে।  

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে দুটি ক্যালিগ্রাফি হস্তান্তর করেছেন। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মসজিদ কর্তৃপক্ষের প্রধান ড. বদর মাজুন আল ঢাফিরিকে দেওয়া এই ক্যালিগ্রাফিগুলো তরুণ বাংলাদেশি শিল্পীর আঁকা। কুয়েতের গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি থাকলেও বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি আগে ছিল না। বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ কুয়েতে বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতি দৃঢ় করতে এবং দেশের ভাবমূর্তি উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo