জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হবে এ বছর শেষে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২

মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণে একক ভিসা চালু হতে যাচ্ছে এ বছরের শেষে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তাউক আল মারি এই তথ্য জানিয়েছেন।
এই ভিসার মাধ্যমে পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন; এ ছয় দেশ একসাথে ভ্রমণের সুযোগ পাবেন। আলাদা করে দেশগুলোর ভিসা নেওয়ার প্রয়োজন হবে না।
যদিও এখনো ভিসার মেয়াদ, ফি এবং প্রয়োগ পদ্ধতি চূড়ান্ত হয়নি, তবে ২০২৫ সালের শেষ নাগাদ পর্যটকরা এই সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে মধ্যপ্রাচ্যকে একক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ইউরোপের সেনজেন ভিসার মতোই এই নতুন ভিসা ব্যবস্থা গালফ অঞ্চলের পর্যটন শিল্পকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা যোগ করবে।
জিসিসি কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ শুধু পর্যটন খাতকেই সমৃদ্ধ করবে না, বরং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও কৌশলগত সহযোগিতার নতুন সূচনা করবে।
বিশ্লেষকদের মতে, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হলে পর্যটন খাতের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটকরা সহজেই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন, যা তাদের সময় ও খরচ কমাবে।