Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জেদ্দা এক্সপোতে বাংলাদেশের সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

জেদ্দা এক্সপোতে বাংলাদেশের সাফল্য

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত “৩য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫”-এ বাংলাদেশের সফল অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের বাজারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের মান, নকশা ও বৈচিত্র্য সৌদি ব্যবসায়ীদের নজর কাড়ে।

এক্সপো চলাকালে জেদ্দা ও মক্কা চেম্বারের প্রতিনিধি এবং সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তারা পণ্যের গুণগত মান ও নকশায় সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশি রপ্তানিকারকরা জানান, সৌদি বায়ারদের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন এবং প্রাথমিক অর্ডারের সম্ভাবনাও তৈরি হয়েছে।

বাংলাদেশের কনসাল জেনারেল এক্সপোতে অংশগ্রহণকারী রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রদর্শনী মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে প্রবেশের জন্য একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে”। তিনি বিশ্ববাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান, আধুনিক নকশা ও প্যাকেজিংয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা আশা প্রকাশ করেন, এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে।

আয়োজক সংস্থা পিরামিডস গ্রুপও বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে। তারা মনে করে, বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক মানের এবং সৌদি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তুলতে সক্ষম।

চূড়ান্তভাবে জেদ্দা এক্সপোর এই সফল অংশগ্রহণ প্রমাণ করে সঠিক কৌশল, পণ্যের মান এবং কূটনৈতিক সহায়তা থাকলে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে আরো শক্ত অবস্থান গড়ে তুলতে পারে। এটি শুধু রপ্তানি বৃদ্ধিই নয়, বরং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: আকাশ যাত্রা

Logo