ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের চ্যাম্পিয়ন্স সেলিব্রেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে বারকার একটি ফার্ম হাউসে অনুষ্ঠিত হলো “চ্যাম্পিয়ন্স সেলিব্রেশন-২০২৫”। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুর রহমান সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ইয়াছিন চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ওয়ান রয়েলের আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালক, কোচ, টিম ম্যানেজার, খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সবাই মিলেই দিনটি আনন্দঘন করে তোলেন।
আয়োজকরা জানান, প্রবাসে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিকে আরো শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠা করা যাবে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট