Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

আমিরাতের মূল লক্ষ্য মেধাবী, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ আকর্ষণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৬

আমিরাতের মূল লক্ষ্য মেধাবী, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ আকর্ষণ

বিশ্বের মেধাবী, দক্ষ জনশক্তি ও বিনিয়োগকারীদের আকর্ষণে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ (ICP) চারটি নতুন ভিসা চালুর পাশাপাশি কয়েকটি বিদ্যমান ভিসার শর্ত সংশোধন করেছে। আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন চার ভিসা:

এআই বিশেষজ্ঞ ভিসা: প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সরে এক বা একাধিকবার প্রবেশযোগ্য।

বিনোদন ভিসা: পর্যটন ও বিনোদনের উদ্দেশে আগতদের জন্য।

অনুষ্ঠান ভিসা: উৎসব, প্রদর্শনী, সম্মেলন, খেলাধুলা বা সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য, আয়োজকের আমন্ত্রণপত্র আবশ্যক।

ক্রুজ জাহাজ কর্মী ভিসা: পর্যটক পরিবহনকারী জাহাজে কর্মরতদের জন্য একাধিকবার প্রবেশযোগ্য ভিসা।

ট্রাকচালক ভিসা: স্পন্সর, ফি ও স্বাস্থ্য বীমাসহ ট্রান্সপোর্ট সংস্থার মাধ্যমে।

ঘনিষ্ঠ আত্মীয়ের জন্য স্পন্সরের আয় কমপক্ষে ৪ হাজার দিরহাম।

দূর আত্মীয়ের জন্য ৮ হাজার ও বন্ধুর ক্ষেত্রে ১৫ হাজার দিরহাম প্রয়োজন।

ব্যবসা ভিসা: আর্থিক সামর্থ্য ও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে।

মানবিক ও পারিবারিক সুবিধা:

যুদ্ধ বা দুর্যোগপীড়িত দেশের নাগরিকদের জন্য এক বছরের মানবিক ভিসা, স্বামীহারা বা বিবাহবিচ্ছিন্ন নারীরা ছয় মাসের মধ্যে আবেদন করলে স্পন্সর ছাড়াই থাকতে পারবেন। সন্তানের ভিসার জন্য মাকে আইনি তত্ত্বাবধায়ক হতে হবে।

সংযুক্ত আরব আমিরাত আশা করছে, এই নতুন নীতিমালায় দেশটি আরো বেশি আন্তর্জাতিক মেধা ও বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে।

Logo