মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ সেপ্টেম্বর ২০২৫
মানব পাচারের অভিযোগে বাহরাইনে এশিয়ান নাগরিকের বিচার শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

সংযুক্ত আরব আমিরাত
গোপনে নারীর ভিডিও করায় আমিরাতে একজনের জরিমানা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একজন নারীর ভিডিও গোপনে ধারণের অভিযোগে এক যুবককে ৩০ হাজার দিরহাম জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, আদালতের রায়ে ওই যুবককে ২০ হাজার দিরহাম ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী নারীকে এবং ১০ হাজার দিরহাম জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
মামলার বাদী সেই নারী জানান, ভিডিও ধারণের ঘটনায় তিনি মানসিক কষ্ট ও সামাজিক অপমানের শিকার হয়েছেন। আদালত এসব ক্ষতির কথা বিবেচনায় নিয়ে রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী অভিযুক্তকে আইনি খরচও বহন করতে হবে।
বিশ্লেষকদের মতে এই রায় আমিরাতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
বাহরাইন
মানব পাচারের অভিযোগে বাহরাইনে এশিয়ান নাগরিকের বিচার শুরু
মানব পাচারের এক মামলায় বাহরাইনে একজন এশিয়ান নাগরিকের বিচার শুরু হয়েছে। দেশটির হাই ক্রিমিনাল কোর্টে এই বিচার কার্যক্রম চলছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, মানব পাচারের এই মামলাটি শুরু হয়েছিল যখন দুজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তারা চাকরির জন্য বাহরাইনে গিয়েছিলেন, কিন্তু পৌঁছানোর পর তাদের পাসপোর্ট জব্দ করা হয়, চলাফেরায় বাধা দেওয়া হয় এবং দীর্ঘ সময় ধরে কোনো ছুটি ছাড়াই কাজ করানো হয়। পাশাপাশি তারা যৌন হয়রানিরও শিকার হয়েছেন।
তদন্তে প্রসিকিউটররা ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ করেন এবং তাদের নিরাপত্তার জন্য জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে বাহরাইনের পুলিশ।