Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে চারটি নতুন ভিসা ও প্রবেশ নীতিতে বড় সংস্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

আমিরাতে চারটি নতুন ভিসা ও প্রবেশ নীতিতে বড় সংস্কার

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি চারটি নতুন ভিজিট ভিসা চালু করেছে এবং দেশটিতে প্রবেশ অনুমতি-সংক্রান্ত নীতিতে ঘোষণা করেছে বড় ধরনের সংস্কার। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, নতুন ভিসার ধরনগুলোর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য বিশেষ ভিসা, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য ভিসা, সম্মেলন, প্রদর্শনী, ক্রীড়া ও শিক্ষাসংশ্লিষ্ট ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভিসা এবং ক্রুজ যাত্রীদের জন্য বিশেষ ভিসা।

এছাড়া যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা সহিংসতার কারণে নিজ দেশে ফিরে যেতে অক্ষম বিদেশিদের জন্য মানবিক আবাসন অনুমতিও চালু করেছে সরকার। আর এই অনুমতি নির্দিষ্ট কিছু শর্তে নবায়নযোগ্য হবে।

আবার নতুন নীতিমালায় রেসিডেন্টদের আত্মীয় বা বন্ধুদের আমন্ত্রণ করার জন্য ন্যূনতম আয় শর্তও হালনাগাদ করা হয়েছে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্য মাসিক ন্যূনতম আয় ৪ হাজার দিরহাম এবং দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধুর জন্য ১৫ হাজার দিরহামের মতো আয়ের প্রমাণ দেখাতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন সংযুক্ত আরব আমিরাতে আরো পর্যটক, বিনিয়োগকারী এবং দক্ষ জনশক্তি আকৃষ্ট করতে সাহায্য করবে এবং দেশটিকে একটি বৈশ্বিক ব্যবসা ও পর্যটনের কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী করবে।

Logo