Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবুধাবিতে গোল্ডেন ভিসার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

আবুধাবিতে গোল্ডেন ভিসার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গোল্ডেন ভিসা আবেদনকারীদের জন্য চালু হলো নতুন একক আবেদন কেন্দ্র। VFS Global-এর উদ্যোগে এই ‘ওয়ান-স্টপ সেন্টার’ চালু হয়েছে। এখানে গোল্ডেন ভিসার জন্য প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় পাওয়া যাবে। এতে করে প্রবাসী, বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের জন্য আবেদন প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

গোল্ডেন ভিসা হলো দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা, যা ৫ থেকে ১০ বছর মেয়াদি হতে পারে। এটি মূলত বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক, চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়। এই ভিসার মাধ্যমে তারা আমিরাতে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং ব্যবসা পরিচালনার সুযোগ পান।

VFS Global-এর নতুন কেন্দ্রটি আবুধাবির শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যাতে আবেদনকারীরা সহজে পৌঁছাতে পারেন। এখানে আবেদন গ্রহণ, নথিপত্র যাচাই, বায়োমেট্রিক সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা, বীমা সংক্রান্ত সহায়তা এবং আবাসন সংক্রান্ত পরামর্শ একসঙ্গে দেওয়া হচ্ছে। এমনকি আবেদনকারীদের জন্য রয়েছে বিশেষ ‘প্রিমিয়াম লাউঞ্জ’ সুবিধা, যেখানে তারা আরামদায়ক পরিবেশে সেবা নিতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, এই কেন্দ্র শুধু আবুধাবির জন্য নয়, ভবিষ্যতে দুবাইসহ অন্যান্য আমিরাতেও এমন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। VFS Global-এর মুখপাত্র বলেন, “আমরা চাই আবেদনকারীরা যেন কোনো জটিলতা ছাড়াই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন। এই কেন্দ্র সেই লক্ষ্যেই কাজ করবে।”

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ আমিরাতে দীর্ঘমেয়াদি দক্ষ জনশক্তি ধরে রাখতে সহায়ক হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যেসব পেশাজীবী ও উদ্যোক্তা আমিরাতে স্থায়ীভাবে কাজ করতে চান, তাদের জন্য এটি বড় সুযোগ।

আবুধাবি সরকারের পক্ষ থেকেও এই কেন্দ্রকে স্বাগত জানানো হয়েছে। তারা বলছে, গোল্ডেন ভিসা শুধু ব্যক্তিগত সুবিধা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশ। নতুন কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের সময়, খরচ ও জটিলতা কমবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo