মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ সেপ্টেম্বর ২০২৫
সৌদিতে পাঁচ বছর বাড়ি ভাড়া বাড়ানো যাবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫
কুয়েত
কুয়েতে রেসিডেন্সি পারমিট নিয়ে গুজব
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তায় জানিয়েছে, দেশটিতে আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। গত মাসে যারা আইন ভঙ্গ করেছেন, তাদের ও তাদের স্পনসরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
এক বার্তায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্পন্সরশিপ আইন মেনে চলা বাধ্যতামূলক এবং বিভ্রান্তিকর তথ্য বা গুজবে ভরসা না করে সবাইকে সতর্ক থাকতে হবে। কুয়েতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছিল, ফ্যামিলি স্পন্সরশিপে আইন ভঙ্গকারী প্রবাসীদের জন্য বিশেষ অ্যামনেস্টি বা ক্ষমার সুবিধা দেওয়া হবে। কিছু খবরে এমনও বলা হয়েছিল, যারা অনিয়ম করেছেন, তারা স্পন্সরদের সঙ্গে যুক্ত থেকে সহজে আইনগত সমস্যার হাত থেকে বাঁচতে পারবে। এতে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। স্পষ্ট বার্তায় কুয়েত সরকার জানিয়েছে এমন কোনো প্রজ্ঞাপন তারা দেয়নি।
সৌদি আরব
সৌদিতে পাঁচ বছরের জন্য বাড়ি ভাড়া বাড়ানো যাবে না
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী পাঁচ বছরের জন্য আবাসিক ও বাণিজ্যিক স্থানের ভাড়া বাড়ানো যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে নেওয়া হয়েছে এবং এর মূল লক্ষ্য শহরের ভাড়ার বাজারে ভারসাম্য রাখা এবং ভাড়াটিয়া ও মালিকদের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করা। নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যমান চুক্তি বা নতুন চুক্তির ক্ষেত্রে ভাড়া পূর্বনির্ধারিত থাকবে, আর নতুন ভাড়াটিয়ার সঙ্গে চুক্তি হলে উভয়ের সম্মতিতে ভাড়া নির্ধারণ করা হবে। সব চুক্তি ইলেকট্রনিক ইজারা সিস্টেমে নিবন্ধন করতে হবে এবং চুক্তি নবায়নের সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সরকার জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১২ মাসের ভাড়ার সমপরিমাণ জরিমানা করা হতে পারে। এই পদক্ষেপ রিয়াদের আবাসিক ও বাণিজ্যিক ভাড়ার বাজারে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে আইফোনের বক্সে পাথর
সংযুক্ত আরব আমিরাতে আইফোন কিনতে গিয়ে ঘটেছে আজব ঘটনা। দেশটিতে এক ক্রেতা দোকান থেকে নতুন আইফোন ১৭ কিনে বাড়িতে গিয়ে বক্স খুলে দেখেন, সিল করা বক্সের মধ্যে ফোনের বদলে রয়েছে ছোট ছোট পাথর। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আহমেদ সাঈদ নামের সেই ক্রেতা দোকান থেকে আসল পণ্যের মতো দেখতে প্যাকেজটি কিনেছিলেন, কিন্তু বাড়িতে এসে দেখেন এটি সম্পূর্ণ ভিন্ন। আইফোন স্টোর জানায়, ওই ইউনিটটি কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা সার্টিফায়েড রিসেলার থেকে আসেনি। যদিও কোনো প্রতারণার অভিযোগ নেই বলে দাবি করা হয়েছে, তবু দোকান সাঈদকে পুরো টাকা ফেরত দিয়েছে এবং প্রতারণামূলক বক্সটি সংগ্রহ করেছে। আমিরাতের এই ঘটনা ক্রেতাদের সতর্কবার্তা দেয়, নতুন পণ্য কেনার আগে তার উৎস এবং বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি।
logo-1-1740906910.png)