Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে প্রবাসীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

ওমানে প্রবাসীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

ওমানের আল সুবেখী ফুটবল মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। ২৬ সেপ্টেম্বর আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জ (ওমান)-এর সিইও ইফতেখার উল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মনির হোসেন ও নাজিম মোল্লা।

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, সাধারণ সম্পাদক এম. এন. আমিন, সহকারী সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক মো. সিরাজুল হক সিআইপি (খ), কল্যাণ সচিব মো. মহসিন সরকার, মো. হাজী নাজিম উদ্দিন, মো. মোহাম্মদ শাজাহান এবং অজিত বরণ শীল।

আয়োজকরা জানান, এই প্রীতি টুর্নামেন্টের উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক সুস্থতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে প্রবাসী সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজনকে প্রতি বছর নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে জড়ো হন শত শত দর্শক। আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কৃত করা হবে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

Logo